Ajker Patrika

ফেনীতে দেড় হাজার লিটার ডিজেল জব্দ

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৩৮
ফেনীতে দেড় হাজার লিটার ডিজেল জব্দ

ফেনীতে রেলওয়ের চোরাইকৃত দেড় হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকালে সদর উপজেলার ফতেহপুর রেল ক্রসিং ওভারপাস এলাকায় পিকআপ ভর্তি ৯টি তেলের ড্রাম জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটকেরা হলেন সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবদুল্লাহ, আবু তাহের ও সোনাগাজী উপজেলার বগাদানা এলাকার আবদুর। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হবে বলে জানান।

গতকাল দুপুরে জেলা সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের মালবাহী রেলের চালকদের সঙ্গে যোগসাজশে ডিজেল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, অবৈধভাবে মুজুদ করা তেল পিকআপে নিয়ে ফতেহপুর এলাকায় আসছে। পরে রেলক্রসিং ওভারপাস এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানে পিকআপে থাকা ৯টি ড্রাম থেকে দেড় হাজার লিটার তেল জব্দ করা হয়।

এ ঘটনায় মালবাহী রেলের সংশ্লিষ্ট ড্রাইভারসহ অনেকের নাম উঠে এসেছে। তাঁদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) নাদিয়া ফারজানা, সদর সার্কেল থোয়াই অং প্রু মার্মা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত