নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চার মাসেও সংস্কার হয়নি একটি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক। ভাঙা অংশে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতুতে উঠতে হলে এখন বাঁশের সাঁকোই ভরসা। এতে ভোগান্তিতে পড়েছেন আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
অভিযোগ রয়েছে, সেতুটির নিচে স্থায়ী বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করায় চলতি বছরের জুলাইয়ে এই সংযোগ সড়ক ভেঙে যায়।
সরেজমিনে গিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের তন্তর কান্দাপাড়া মাদ্রাসা মোড় থেকে কালাকুমা যাওয়ার পথে ইরফান আলীর বাড়ি এলাকায় এলজিইডি ১৯৯৯ সালে একটি সেতু নির্মাণ করে। তিন বছর আগে স্থানীয় কৃষক ইরফান আলী ওই সেতুর নিচে ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে ছয় ফুট উচ্চতার স্থায়ী বাঁধ দেন। এতে তন্তর বিলের প্রায় ৩৬০ একর জমির পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এবারের বর্ষায় উজানে নেমে আসা পানির চাপে গত ২৫ জুলাই সেতুর সংযোগ সড়কের প্রায় ২০ থেকে ২৫ ফুট ভেঙে যায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেতুতে ওঠার জন্য বাঁশের সাঁকো বানিয়ে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু দিয়ে তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাকুমা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। এ ছাড়া কালাকুমা, তন্তর, বেলতৈল, মণ্ডলিয়াপাড়া, ঘাকপাড়া, পিঠাপুনি, ফুলপুরসহ আটটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের সহজ মাধ্যম এই সেতু। সেতুর সংযোগ সড়কে ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রায় চার কিলোমিটার ঘুরে পাশের চারআলী ও বৈশাখী বাজার এলাকায় যেতে হয়। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
তন্তর গ্রামের দিনমজুর মজিবুর রহমান (৪৮) বলেন, ‘বাঁশের সাঁকো দিয়া জীবনের ঝুঁকি লইয়া সেতুতে ওঠা লাগে। পুলাপানগরে স্কুলে পাঠাইতেও ভয় লাগে। তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হইয়া গেলে খুব উপকার হইতো।’
অটোচালক আজিজুল ইসলাম (৩২) বলেন, ‘সেতু পার হইলেই আমার বাড়ি। আগে তো অটো বাসায় লইয়া যাইতামগা। অহন চার কিলোমিটার ঘুইরা বাসা থাইক্কা অটো বাইর করি। আবার চার কিলো ঘুইরা রাতে বাসায় অটো লইয়া যাই। সড়ক ভাইঙ্গা যাওয়ায় খুব কষ্টে আছি।’
শিক্ষার্থী আবু হানিফ বলেন, ‘বাসা থেকে সাইকেল চালাইয়া সেতু পর্যন্ত আসি। পরে সাইকেল কাঁধে লইয়া এই সাঁকো পার হইয়া স্কুলে যাই। খুব ভয় করে, যদি পইড়া যাই তাইলে তো হাত-পা ভাঙব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইরফান আলী বলেন, ‘ওখানে আমার নিজেরও জমি আছে। এইদিকে বেশি নিচু থাকায় জমির সব পানি নেমে যায়। তাই আমি বাঁধ দিছিলাম, যেন ওই জমিগুলাতে সব সময় পানি থাকে। কিন্তু এখন বেশি পানি হইয়া সড়কটাই ভেঙে গেছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, ওই সেতুসংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সড়ক মেরামতের ব্যবস্থা করা হবে। আর সেতুর নিচে ইট দিয়ে যে বাঁধ দেওয়া হয়েছে, তা-ও ভেঙে দেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী রাকিবুল আলম রাকিব বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। খুব শিগগির সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ীতে চার মাসেও সংস্কার হয়নি একটি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক। ভাঙা অংশে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতুতে উঠতে হলে এখন বাঁশের সাঁকোই ভরসা। এতে ভোগান্তিতে পড়েছেন আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
অভিযোগ রয়েছে, সেতুটির নিচে স্থায়ী বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করায় চলতি বছরের জুলাইয়ে এই সংযোগ সড়ক ভেঙে যায়।
সরেজমিনে গিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের তন্তর কান্দাপাড়া মাদ্রাসা মোড় থেকে কালাকুমা যাওয়ার পথে ইরফান আলীর বাড়ি এলাকায় এলজিইডি ১৯৯৯ সালে একটি সেতু নির্মাণ করে। তিন বছর আগে স্থানীয় কৃষক ইরফান আলী ওই সেতুর নিচে ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে ছয় ফুট উচ্চতার স্থায়ী বাঁধ দেন। এতে তন্তর বিলের প্রায় ৩৬০ একর জমির পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এবারের বর্ষায় উজানে নেমে আসা পানির চাপে গত ২৫ জুলাই সেতুর সংযোগ সড়কের প্রায় ২০ থেকে ২৫ ফুট ভেঙে যায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেতুতে ওঠার জন্য বাঁশের সাঁকো বানিয়ে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু দিয়ে তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাকুমা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। এ ছাড়া কালাকুমা, তন্তর, বেলতৈল, মণ্ডলিয়াপাড়া, ঘাকপাড়া, পিঠাপুনি, ফুলপুরসহ আটটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের সহজ মাধ্যম এই সেতু। সেতুর সংযোগ সড়কে ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রায় চার কিলোমিটার ঘুরে পাশের চারআলী ও বৈশাখী বাজার এলাকায় যেতে হয়। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
তন্তর গ্রামের দিনমজুর মজিবুর রহমান (৪৮) বলেন, ‘বাঁশের সাঁকো দিয়া জীবনের ঝুঁকি লইয়া সেতুতে ওঠা লাগে। পুলাপানগরে স্কুলে পাঠাইতেও ভয় লাগে। তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হইয়া গেলে খুব উপকার হইতো।’
অটোচালক আজিজুল ইসলাম (৩২) বলেন, ‘সেতু পার হইলেই আমার বাড়ি। আগে তো অটো বাসায় লইয়া যাইতামগা। অহন চার কিলোমিটার ঘুইরা বাসা থাইক্কা অটো বাইর করি। আবার চার কিলো ঘুইরা রাতে বাসায় অটো লইয়া যাই। সড়ক ভাইঙ্গা যাওয়ায় খুব কষ্টে আছি।’
শিক্ষার্থী আবু হানিফ বলেন, ‘বাসা থেকে সাইকেল চালাইয়া সেতু পর্যন্ত আসি। পরে সাইকেল কাঁধে লইয়া এই সাঁকো পার হইয়া স্কুলে যাই। খুব ভয় করে, যদি পইড়া যাই তাইলে তো হাত-পা ভাঙব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইরফান আলী বলেন, ‘ওখানে আমার নিজেরও জমি আছে। এইদিকে বেশি নিচু থাকায় জমির সব পানি নেমে যায়। তাই আমি বাঁধ দিছিলাম, যেন ওই জমিগুলাতে সব সময় পানি থাকে। কিন্তু এখন বেশি পানি হইয়া সড়কটাই ভেঙে গেছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, ওই সেতুসংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সড়ক মেরামতের ব্যবস্থা করা হবে। আর সেতুর নিচে ইট দিয়ে যে বাঁধ দেওয়া হয়েছে, তা-ও ভেঙে দেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী রাকিবুল আলম রাকিব বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। খুব শিগগির সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে