Ajker Patrika

সংস্কার হবে মক্কার ঐতিহাসিক ৫ মসজিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১: ১০
সংস্কার হবে মক্কার ঐতিহাসিক ৫ মসজিদ

মক্কার ঐতিহাসিক ৫টি মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ মসজিদগুলো অন্তর্ভুক্ত করা হয়। মসজিদগুলোর স্থাপত্য সৌন্দর্য বজায় রেখেই সেগুলোর সুরক্ষা, সংস্কার ও স্থায়িত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সির সূত্রে আরব নিউজ এ তথ্য জানায়।

৫ মসজিদের তালিকায় প্রথমেই রয়েছে মিনা ময়দানের জামারাত আল-আকাবায় অবস্থিত আব্বাসি খলিফা আবু জাফর আল-মানসুর নির্মিত আল-বায়াহ মসজিদটি। সংস্কারের পর মসজিদটির আয়তন আগের মতো ৪৫৭ বর্গমিটার থাকবে এবং তাতে একসঙ্গে ৬৮ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

জেদ্দার হারাত আল-শামে অবস্থিত আবু ইনবেহ মসজিদ এবং আল-বালাদের আল-দাহাবে অবস্থিত আল-খদির মসজিদ দুটিও তালিকায় রয়েছে। আবু ইনবেহ মসজিদটি ৯০০ বছরের বেশি সময় আগে নির্মিত হয়। সংস্কারের পর এর আয়তন হবে ৩৩৫ বর্গমিটার এবং তাতে ৩৫৭ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

পবিত্র মসজিদুল হারাম থেকে ৬৬ কিলোমিটার দূরে অবস্থিতি আল-খদার মসজিদটি প্রায় ৭০০ বছর আগে নির্মিত। সংস্কারের পর এর আয়তন হবে ৩৫৫ বর্গমিটার এবং এটি ৩৫৫ মুসল্লি ধারণ করতে সক্ষম হবে।

আল-জামুমে অবস্থিত আল-ফাতাহ মসজিদে মক্কা বিজয়ের বছর মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদায় করেছিলেন। মসজিদটিও সংস্কার প্রকল্পের অন্তর্ভুক্ত। সংস্কারের পর এর আয়তন হবে ৫৫৩ বর্গমিটার এবং তাতে ৩৩৩ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ ছাড়া এই প্রকল্পে রয়েছে ৩০০ বছরের পুরোনো আল-জুবায়লি মসজিদ। সংস্কারের পর তা ৩১০ বর্গমিটার হবে এবং তাতে ৪৫ মুসল্লি নামাজ পড়তে পারবেন।

সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে ঐতিহাসিক মসজিদগুলো সংস্কার করা এবং এর মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। এর আগে গত ৮ এপ্রিল ইসলামের প্রথম মসজিদ পবিত্র মসজিদে কুবা ৫০ হাজার বর্গমিটার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তাতে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি আদায় করতে পারবেন। 

সূত্র: আরব নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত