Ajker Patrika

দুই বিদ্রোহীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ০৬
দুই বিদ্রোহীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নরসিংদীর রায়পুরায় আসন্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মির্জাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাসহ ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জাপুরের আনারবাদ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রায়পুরা উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকেরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের মো. মঞ্জুর এলাহীর (আওয়ামী লীগের বিদ্রোহী) সমর্থকেরা মির্জাপুর আনারবাদ মাঠ এলাকায় প্রচারণায় যান। তখন আনারস প্রতীকের প্রার্থী আসাদুল্লাহ ভূঁইয়ার (আওয়ামী লীগের বিদ্রোহী) সমর্থকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় উভয়পক্ষের ধস্তাধস্তিতে ফুটবল প্রতীকে সদস্য প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের অফিসের চেয়ার এলোমেলো হয়ে পড়ে।

মো. মজিবুর রহমান বলেন, ‘আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে লড়ছি। আমার অফিসে হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। দলীয় প্রার্থী ও পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।’

মঞ্জুর এলাহীর সমর্থক সবুজ মিয়া বলেন, ‘প্রচারণায় যাওয়া মাত্রই তারা আমাদের ওপর হামলা চালিয়ে দুজনকে আহত করে। আসলে চশমার প্রতীকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’

রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত