সম্পাদকীয়
বছরের বিভিন্ন সময় একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন পণ্য, বিশেষ করে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এরপর সুবিধামতো সময়ে বিভিন্ন পণ্যসহ চালের দাম বাড়িয়ে বিপুল পরিমাণ মুনাফা লুটে নেয়। এ ধরনের অপতৎপরতা রোধে খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে গত ফেব্রুয়ারি মাসে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী, চালের বস্তায় ধানের জাত, মিলগেটের দাম, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও ওজনের তথ্য লিখতে হবে। সেই সঙ্গে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জেলা ও উপজেলার নামও উল্লেখ করতে হবে। ১৪ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু চালের বস্তায় এসব তথ্য লিখতে গড়িমসি করছেন চালকলের মালিকেরা। আবার সরকারের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর মিলাররা সময় বাড়ানোর আবেদন করেছেন। এ নিয়ে আজকের পত্রিকার শেষ পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
মূলত বাজারের অস্থিরতা এবং ন্যায্যমূল্যে ভোক্তাপর্যায়ে চাল বিক্রি নিশ্চিত করতে সরকার একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। কিন্তু মিলমালিকেরা সেই নির্দেশনা কার্যকর করছেন না। তাঁরা যুক্তি দেখাচ্ছেন, চালের বস্তায় এসব তথ্য ছাপানোর ডাইস বানাতে অনেক অর্থ ও সময় দরকার। আবার ধানের জাত নিশ্চিত করারও বিষয় আছে। তাই তাঁরা এসব কাজ সম্পন্ন করার জন্য খাদ্য মন্ত্রণালয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। তাঁদের আবেদনে একটি ফাঁকির ব্যাপারও স্পষ্ট হয়েছে। তাঁরা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। এ থেকে বোঝা যায়, মূলত সময়ক্ষেপণের উদ্দেশ্যেই তাঁরা এসব যুক্তি দেখাচ্ছেন।
দেশে ধান-চালের বাজারে কৃষক থেকে ভোক্তাপর্যায়ে পৌঁছাতে কয়েকবার হাতবদল হয়। প্রতিবার হাতবদলের সময় যোগ হয় খরচ ও মুনাফা। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি মুনাফা করে থাকেন চালকলের মালিকেরা। মৌসুমি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করেন, এ ঘটনা নতুন নয়।
চালের বাজারের সিন্ডিকেট নির্মূলের জন্য সরকার ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ করেছিল। এই আইনের খসড়ায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুতসংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সেই আইনে আরও বলা হয়েছে, মিনিকেট নামের কোনো চাল বাজারজাত করা যাবে না।
সরকারের এত সব উদ্যোগের কোনোটিই বাস্তবায়ন হয়নি। মিনিকেট নামের চাল বাজারে এখনো বিক্রি হচ্ছে।
নির্দেশনা দেওয়ার পরেও কেন চালকলের মালিকেরা তা মানতে গড়িমসি করছেন, সেটা দেখার দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের। সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না কেন? কোনো বিশেষ বিষয়ে আইন ও নীতি কি শুধু লোকদেখানোর জন্য করা হয়?
বছরের বিভিন্ন সময় একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন পণ্য, বিশেষ করে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এরপর সুবিধামতো সময়ে বিভিন্ন পণ্যসহ চালের দাম বাড়িয়ে বিপুল পরিমাণ মুনাফা লুটে নেয়। এ ধরনের অপতৎপরতা রোধে খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে গত ফেব্রুয়ারি মাসে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী, চালের বস্তায় ধানের জাত, মিলগেটের দাম, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও ওজনের তথ্য লিখতে হবে। সেই সঙ্গে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জেলা ও উপজেলার নামও উল্লেখ করতে হবে। ১৪ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু চালের বস্তায় এসব তথ্য লিখতে গড়িমসি করছেন চালকলের মালিকেরা। আবার সরকারের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর মিলাররা সময় বাড়ানোর আবেদন করেছেন। এ নিয়ে আজকের পত্রিকার শেষ পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
মূলত বাজারের অস্থিরতা এবং ন্যায্যমূল্যে ভোক্তাপর্যায়ে চাল বিক্রি নিশ্চিত করতে সরকার একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। কিন্তু মিলমালিকেরা সেই নির্দেশনা কার্যকর করছেন না। তাঁরা যুক্তি দেখাচ্ছেন, চালের বস্তায় এসব তথ্য ছাপানোর ডাইস বানাতে অনেক অর্থ ও সময় দরকার। আবার ধানের জাত নিশ্চিত করারও বিষয় আছে। তাই তাঁরা এসব কাজ সম্পন্ন করার জন্য খাদ্য মন্ত্রণালয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। তাঁদের আবেদনে একটি ফাঁকির ব্যাপারও স্পষ্ট হয়েছে। তাঁরা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। এ থেকে বোঝা যায়, মূলত সময়ক্ষেপণের উদ্দেশ্যেই তাঁরা এসব যুক্তি দেখাচ্ছেন।
দেশে ধান-চালের বাজারে কৃষক থেকে ভোক্তাপর্যায়ে পৌঁছাতে কয়েকবার হাতবদল হয়। প্রতিবার হাতবদলের সময় যোগ হয় খরচ ও মুনাফা। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি মুনাফা করে থাকেন চালকলের মালিকেরা। মৌসুমি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করেন, এ ঘটনা নতুন নয়।
চালের বাজারের সিন্ডিকেট নির্মূলের জন্য সরকার ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ করেছিল। এই আইনের খসড়ায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুতসংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সেই আইনে আরও বলা হয়েছে, মিনিকেট নামের কোনো চাল বাজারজাত করা যাবে না।
সরকারের এত সব উদ্যোগের কোনোটিই বাস্তবায়ন হয়নি। মিনিকেট নামের চাল বাজারে এখনো বিক্রি হচ্ছে।
নির্দেশনা দেওয়ার পরেও কেন চালকলের মালিকেরা তা মানতে গড়িমসি করছেন, সেটা দেখার দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের। সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না কেন? কোনো বিশেষ বিষয়ে আইন ও নীতি কি শুধু লোকদেখানোর জন্য করা হয়?
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে