নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভোরে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে। তা ঘণ্টার পর ঘণ্টা থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরের নিচু এলাকার বাসিন্দারা। ভোগান্তির শিকার হন অফিসগামীরা।
চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে খালে বাঁধ দেওয়ার কারণে গত বৃহস্পতিবার সকালে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন নগরবাসী। তাঁদের অভিযোগ, বাঁধের কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হয়। মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার শেষ রাতের দিকে এবং সকালে এই বৃষ্টিপাত হয়।’
এই বৃষ্টিতেই গতকাল নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বংশাল রোড, আরসি চার্চ রোড, চুরিয়ালটুলী, ডাক্তার মান্নান গলি, আলকরণ ২ ও ৩ নম্বর গলি, ষোলশহর ২ নম্বর গেট, বাকলিয়া, ডিসি রোড, চান্দগাঁও আবাসিক এলাকায় পানি জমে যায়। এ সময় এসব এলাকার অধিকাংশ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে।
এ সম্পর্কে জানতে চাইলে নগরের ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা জহির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে দেখি বাসার সামনের সড়কে হাঁটুপানি। ভোরের সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ ভবনের নিচতলায় পানি ঢুকে যায়।’
সকালে হাঁটুপানি মাড়িয়ে অফিসে গিয়েছেন চকবাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ঈদের পর আজ (গতকাল) অফিস খুলেছে। সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখি সড়কে হাঁটুপানি। রিকশা না পেয়ে, জুতা হাতে নিয়ে ওই পানি পার হয়েছি। খাল ও নালা জ্যাম হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামসের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
ভোরে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে। তা ঘণ্টার পর ঘণ্টা থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরের নিচু এলাকার বাসিন্দারা। ভোগান্তির শিকার হন অফিসগামীরা।
চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে খালে বাঁধ দেওয়ার কারণে গত বৃহস্পতিবার সকালে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন নগরবাসী। তাঁদের অভিযোগ, বাঁধের কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হয়। মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার শেষ রাতের দিকে এবং সকালে এই বৃষ্টিপাত হয়।’
এই বৃষ্টিতেই গতকাল নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বংশাল রোড, আরসি চার্চ রোড, চুরিয়ালটুলী, ডাক্তার মান্নান গলি, আলকরণ ২ ও ৩ নম্বর গলি, ষোলশহর ২ নম্বর গেট, বাকলিয়া, ডিসি রোড, চান্দগাঁও আবাসিক এলাকায় পানি জমে যায়। এ সময় এসব এলাকার অধিকাংশ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে।
এ সম্পর্কে জানতে চাইলে নগরের ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা জহির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে দেখি বাসার সামনের সড়কে হাঁটুপানি। ভোরের সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ ভবনের নিচতলায় পানি ঢুকে যায়।’
সকালে হাঁটুপানি মাড়িয়ে অফিসে গিয়েছেন চকবাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ঈদের পর আজ (গতকাল) অফিস খুলেছে। সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখি সড়কে হাঁটুপানি। রিকশা না পেয়ে, জুতা হাতে নিয়ে ওই পানি পার হয়েছি। খাল ও নালা জ্যাম হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামসের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪