বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। নানা অনিয়মের অভিযোগে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হয়ে যেতে পারে জায়েদ খান ও চুন্নুর পদ। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান। এ বিষয়ে তিনি আগামী শনিবার নিপুণ, জায়েদ খান ও চুন্নুর সঙ্গে কথা বলবেন। ওই দিন বিকেলে জানা যাবে নবনির্বাচিত দুই প্রার্থীর পদ থাকবে নাকি থাকবে না। সব মিলিয়ে তাই আবারও নড়েচড়ে বসেছেন শিল্পী সমিতির সদস্যরা।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন চলাকালেই জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর জায়েদ খান ১৩ ভোটে বিজয়ী হলে নিপুণ অভিযোগ করেন বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এক হয়ে জায়েদ খানের পক্ষে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী নিপুণ ভোট পুনঃগণনার আবেদন করলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে। এরপর তিনি আপিল বিভাগে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সঠিক দিকনির্দেশনার জন্য বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিই। মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়। প্রার্থীদের সঙ্গে কথা বলে মতামত জানানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তাই শনিবার বিকেল ৪টায় নিপুণ, জায়েদ খান ও চুন্নু—তিনজনকেই হাজির হতে বলেছি। তাঁদের সঙ্গে কথা বলে, আলোচনা করে আমি মতামত জানাব। সেই মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।’
সোহানুর রহমান সোহান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে জায়েদ খান ও চুন্নু দুজনেরই পদ বাতিল হয়ে যেতে পারে। তবে এই সিদ্ধান্ত যাঁর বিপক্ষে যাবে, তিনি চাইলে আবার আদালতেও আপিল করতে পারবেন।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অভিনেত্রী নিপুণ বলেছিলেন, প্রয়োজনে তিনি আদালত পর্যন্ত যাবেন। ফলে, জায়েদ খান ও নিপুণের এই যুদ্ধ আদালত পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন অনেকেই।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। নানা অনিয়মের অভিযোগে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হয়ে যেতে পারে জায়েদ খান ও চুন্নুর পদ। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান। এ বিষয়ে তিনি আগামী শনিবার নিপুণ, জায়েদ খান ও চুন্নুর সঙ্গে কথা বলবেন। ওই দিন বিকেলে জানা যাবে নবনির্বাচিত দুই প্রার্থীর পদ থাকবে নাকি থাকবে না। সব মিলিয়ে তাই আবারও নড়েচড়ে বসেছেন শিল্পী সমিতির সদস্যরা।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন চলাকালেই জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনেন নিপুণ। টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর জায়েদ খান ১৩ ভোটে বিজয়ী হলে নিপুণ অভিযোগ করেন বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এক হয়ে জায়েদ খানের পক্ষে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী নিপুণ ভোট পুনঃগণনার আবেদন করলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে। এরপর তিনি আপিল বিভাগে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সঠিক দিকনির্দেশনার জন্য বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিই। মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়। প্রার্থীদের সঙ্গে কথা বলে মতামত জানানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তাই শনিবার বিকেল ৪টায় নিপুণ, জায়েদ খান ও চুন্নু—তিনজনকেই হাজির হতে বলেছি। তাঁদের সঙ্গে কথা বলে, আলোচনা করে আমি মতামত জানাব। সেই মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।’
সোহানুর রহমান সোহান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে জায়েদ খান ও চুন্নু দুজনেরই পদ বাতিল হয়ে যেতে পারে। তবে এই সিদ্ধান্ত যাঁর বিপক্ষে যাবে, তিনি চাইলে আবার আদালতেও আপিল করতে পারবেন।
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অভিনেত্রী নিপুণ বলেছিলেন, প্রয়োজনে তিনি আদালত পর্যন্ত যাবেন। ফলে, জায়েদ খান ও নিপুণের এই যুদ্ধ আদালত পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন অনেকেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে