জায়েদের বিরুদ্ধে নিপুণের অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ২৯
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪১

জায়েদ খান টাকা দিয়ে অনলাইনে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন নিপুণ আক্তার। ২০ ফেব্রুয়ারি এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ অভিযোগ উত্থাপন করেন তিনি। নিপুণ বলেন, ‘বিভিন্ন পোস্ট করে আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা ফাইন্ড আউট করেছি। এগুলো জায়েদ খান করাচ্ছেন জয় চৌধুরীকে দিয়ে। টাকার বিনিময়ে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপ থেকে এগুলো করা হচ্ছে।’

এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে নিপুণ বলেন, ‘সব পদক্ষেপই নেব। কিন্তু নোংরামির একটা শেষ থাকা উচিত। তিনি (জায়েদ খান) বলেন যে আমি আইন মানছি না। তিনি কি আইন মানছেন? কাল একটা গ্রুপ থেকে ছড়ানো হলো নিপুণ আক্তার ওরফে নাসরিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আপনি কি মনে করেন, আমি কিছু বুঝি না? এগুলো কেন করছেন? সাবধান করে দিচ্ছি, কইরেন না। মহামান্য আদালত কী রায় দেন, তার দিকে তাকিয়ে আছি। আপনিও শ্রদ্ধাশীল থাকুন।’ এ সময় নিপুণ নায়ক জয়কে এসবের মধ্যে না জড়িয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন। এ বিষয়ে জায়েদ খানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এদিকে, গতকাল একুশে ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে শিল্পী সমিতির পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এফডিসির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিল্পী সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেতা অমিত হাসান, নাদের খান, ফেরদৌস, ইমন, আজাদ খান, অভিনেত্রী নিপুণ আক্তার, অঞ্জনা, কেয়া, জেসমিন প্রমুখ। এ সময় সবাই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত