Ajker Patrika

ঈদে নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৮: ৫৯
ঈদে নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

যত দিন গড়াচ্ছে, এবার ঈদে নতুন সিনেমার তালিকাটা দীর্ঘ হচ্ছে। অনেক তারকা অভিনয়শিল্পী দর্শকের সামনে আসবেন নতুন সিনেমা নিয়ে। তবে এখন পর্যন্ত দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কোনো সিনেমার খবর পাওয়া যায়নি। খবর পাওয়া গেছে নতুন গানের। এবার ঈদে নতুন গান নিয়ে আসছেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এটি ফারিয়ার চতুর্থ গান। সবশেষ ২০২১ সালে প্রকাশ পেয়েছিল তাঁর একক গান ‘হাবিবি’।

‘বুঝি না তো তাই’ শিরোনামের গানটি লিখেছেন বাঁধন। সুর করেছেন বলিউডের মামজি স্ট্রেনজার আর সংগীতায়োজন করেছেন ডিজে লায়ান। চমক রয়েছে আরও, এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন মামজি স্ট্রেনজার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। গানের ভিডিওতে ফারিয়ার সঙ্গে তাঁকেও দেখা যাবে।

নতুন গান নিয়ে ফারিয়া বলেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটিও মজার একটা গান। অনুষ্ঠানে কিংবা পার্টিতে বাজানোর জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে। এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’

সহশিল্পী মামজি স্ট্রেনজার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বলিউডের র‌্যাপার-মিউজিক ডিরেক্টর মামজি। খুব কো-অপারেটিভ তিনি। তাঁর সঙ্গে প্রথম কাজ হলেও অভিজ্ঞতা দারুণ।’

ফারিয়ার নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব। ইতিমধ্যে থাইল্যান্ডে গানটির শুটিং শেষ হয়েছে। আসন্ন রোজার ঈদে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ফারিয়ার নতুন মিউজিক ভিডিওটি। এমনটাই জানিয়েছেন নুসরাত ফারিয়া।

নতুন গানের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত ফারিয়া। সম্প্রতি শেষ করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের আইটেম গানের কাজ। দেশে করছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং। এতে তাঁর বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সরকারি অনুদানের এ সিনেমাটি তৈরি হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে। এ ছাড়া আগামী ৮ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ফারিয়া অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত