Ajker Patrika

পোসালু উৎসবে নতুন চালের হরেক খাবার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
পোসালু উৎসবে নতুন চালের হরেক খাবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবান্নের অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পোসালু উৎসব উদ্‌যাপিতে হয়েছে। পুনর্ভবা নদীঘেঁষা রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় চলে এই উৎসব। গতকাল শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নতুন প্রজন্মের কাছে নবান্ন উৎসবকে তুলে ধরতে রহনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম পোসালু উৎসবের আয়োজন করেন। তাঁকে এই উৎসবে সহায়তা করেন গ্রামের নারী ও এলাকার শিক্ষার্থীরা।

এলাকার শিক্ষার্থীরা জানায়, শিক্ষিকার কাছে অনুপ্রাণিত হয়ে পোসালু উৎসবে অংশ নিয়েছে। আগের বছরগুলোতে মমতাজ আপা পিঠা উৎসব করতেন। এবার তিনি পোসালু উৎসব করেছেন। এই উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডিম, তেল, পেঁয়াজসহ নানা উপকরণ সংগ্রহ করা হয়েছে।

রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার বলেন, ‘এই উৎসবে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে। গ্রামবাংলা ঐতিহ্যগুলো তুলে ধরেছেন মমতাজ বেগম। আমার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছে।’

পোসালু উৎসবটি দেখতে আসা পঞ্চম শ্রেণির ছাত্র সজীব বলে, ‘উৎসবটির কথা সকালে শুনেই বাবাকে নিয়ে দেখতে এসেছি। আমি কখনো এসব দেখিনি; ভালো লাগল।’

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, ‘নতুন ধানের নতুন চালে হরেক রকম খাবার ও পিঠাপুলিতে মেতে উঠত গ্রামের মেয়েরা। তবে এখন তেমনটা দেখা যায় না। প্রতিবছর মমতাজ বেগম গ্রামবাংলার হারানো ঐতিহ্য তুলে ধরে উৎসব পালন করে। আজ সে পোসালু উৎসব করল।’

এ বিষয়ে শিক্ষক মমতাজ বেগম বলেন, তাঁর নানা-নানিসহ আত্মীয়স্বজনেরা বহুযুগ ধরে পিঠাপুলি বানিয়ে খাওয়াতেন। এ বছর পিঠা উৎসব পালন করা হয়নি। তবে অন্যান্য আয়োজন করা হয়েছে।

এ উৎসবে অংশ নেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস, তাঁর পত্নী রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, মহীপুর কলেজের বাংলা বিভাগের প্রধান শহীদুল্লাহ সারওয়ার আলো, নারী কাউন্সিলর জাহানারা পারভীন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত