নাইমুর রহমান, নাটোর
দিনমজুর অটোরিকশার চালক হয়েও ভালোবাসতেন আওয়ামী লীগের রাজনীতি। তাই যোগ দিয়েছিলেন যুবলীগে, হয়েছিলেন পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। কিন্তু সেই রাজনীতিই দৃষ্টিশক্তি কেড়ে নিতে চলেছে তোতা মিয়ার (৪৬)। নাটোরে আওয়ামী রাজনীতির দুই প্রতিপক্ষ সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের ক্ষমতার লড়াইয়ে দুই চোখ হারাতে বসেছেন ইজিবাইক চালক তোতা মিয়া। গত ১৯ ফেব্রুয়ারি নাটোর সার্কিট হাউসে শিমুল ও রমজানের অনুসারীদের সংঘর্ষের সময় ইটের আঘাতে তোতা মিয়ার ডান চোখ গুরুতর জখম হয়। সেদিন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাঁর চোখটি অপসারণ করেন চিকিৎসকেরা। সেই চোখ থেকে ছড়িয়ে পড়া ইনফেকশন তাঁর অপর চোখ ও মাথায় ছড়াতে শুরু করেছে। গতকাল শনিবার তোতা মিয়াকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।
এদিন দুপুরে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্সটি শহরের কানাইখালি এলাকায় থামতেই ভিড় লেগে যায় সেখানে। তোতা মিয়ার স্ত্রী স্বপ্না বেগম বলেন, ১৯ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউসে স্বাগত জানাতে যুবলীগ নেতাদের সঙ্গে যান তিনি। হঠাৎ সেখানে সংঘর্ষ শুরু হলে একটি ইট এসে তাঁর ডান চোখে লাগে। এতে সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গত এক সপ্তাহে আত্মীয়স্বজনদের থেকে ধার করা ৭০ হাজার টাকায় তাঁর চিকিৎসা করা হয়েছে। এখন তাঁর অবস্থার আরও অবনতি হচ্ছে। এখন আর আমার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের (চক্ষু বিভাগের) ইনচার্জ ইউসুফ উদ্দিন বলেন, ভারী আঘাতের কারণে ডান চোখ মারাত্মকভাবে জখম হওয়ায় তা অপসারণ করতে হয়। ডান চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে চলে গেছে বলে তিনি ধারণা করছেন। অন্য চোখ ও মাথায় যেন ইনফেকশন না ছড়ায় সে জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অপরদিকে, সার্কিট হাউসে সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী হিসেবে পরিচিত জীবন শেখ, মো. মমিন, জনি, মো. হাসান, আয়েন ও লিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু। সদর থানার ওসি মনসুর রহমান বলেন, বাদী দেরিতে মামলা করেছেন। যাঁদের আসামি করা হয়েছে তাঁদের বিষয়ে তদন্ত চলছে।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বিনা উসকানিতে সার্কিট হাউসে সাধারণ সম্পাদক রমজান সমর্থকেরা তাঁর কর্মীদের ওপর হামরা চালিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘সার্কিট হাউসে প্রবেশ নিয়ে সাংসদ শিমুলের সমর্থকেরাই নিজেদের মধ্যে হট্টগোল করে নিজেদের আহত করেছেন। সাংসদ শিমুল আমাকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার শুরু করেছেন।’
দিনমজুর অটোরিকশার চালক হয়েও ভালোবাসতেন আওয়ামী লীগের রাজনীতি। তাই যোগ দিয়েছিলেন যুবলীগে, হয়েছিলেন পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। কিন্তু সেই রাজনীতিই দৃষ্টিশক্তি কেড়ে নিতে চলেছে তোতা মিয়ার (৪৬)। নাটোরে আওয়ামী রাজনীতির দুই প্রতিপক্ষ সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের ক্ষমতার লড়াইয়ে দুই চোখ হারাতে বসেছেন ইজিবাইক চালক তোতা মিয়া। গত ১৯ ফেব্রুয়ারি নাটোর সার্কিট হাউসে শিমুল ও রমজানের অনুসারীদের সংঘর্ষের সময় ইটের আঘাতে তোতা মিয়ার ডান চোখ গুরুতর জখম হয়। সেদিন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাঁর চোখটি অপসারণ করেন চিকিৎসকেরা। সেই চোখ থেকে ছড়িয়ে পড়া ইনফেকশন তাঁর অপর চোখ ও মাথায় ছড়াতে শুরু করেছে। গতকাল শনিবার তোতা মিয়াকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।
এদিন দুপুরে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্সটি শহরের কানাইখালি এলাকায় থামতেই ভিড় লেগে যায় সেখানে। তোতা মিয়ার স্ত্রী স্বপ্না বেগম বলেন, ১৯ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউসে স্বাগত জানাতে যুবলীগ নেতাদের সঙ্গে যান তিনি। হঠাৎ সেখানে সংঘর্ষ শুরু হলে একটি ইট এসে তাঁর ডান চোখে লাগে। এতে সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গত এক সপ্তাহে আত্মীয়স্বজনদের থেকে ধার করা ৭০ হাজার টাকায় তাঁর চিকিৎসা করা হয়েছে। এখন তাঁর অবস্থার আরও অবনতি হচ্ছে। এখন আর আমার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের (চক্ষু বিভাগের) ইনচার্জ ইউসুফ উদ্দিন বলেন, ভারী আঘাতের কারণে ডান চোখ মারাত্মকভাবে জখম হওয়ায় তা অপসারণ করতে হয়। ডান চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে চলে গেছে বলে তিনি ধারণা করছেন। অন্য চোখ ও মাথায় যেন ইনফেকশন না ছড়ায় সে জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অপরদিকে, সার্কিট হাউসে সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী হিসেবে পরিচিত জীবন শেখ, মো. মমিন, জনি, মো. হাসান, আয়েন ও লিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু। সদর থানার ওসি মনসুর রহমান বলেন, বাদী দেরিতে মামলা করেছেন। যাঁদের আসামি করা হয়েছে তাঁদের বিষয়ে তদন্ত চলছে।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বিনা উসকানিতে সার্কিট হাউসে সাধারণ সম্পাদক রমজান সমর্থকেরা তাঁর কর্মীদের ওপর হামরা চালিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘সার্কিট হাউসে প্রবেশ নিয়ে সাংসদ শিমুলের সমর্থকেরাই নিজেদের মধ্যে হট্টগোল করে নিজেদের আহত করেছেন। সাংসদ শিমুল আমাকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার শুরু করেছেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে