টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পায়রা, বেলুন-ফেস্টুন ওড়ানো, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। তবে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অংশ নেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।
এসব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মচারী সমিতির নেতারা অংশ নেন।
এদিকে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার সন্ধ্যায় সব বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি, ছাত্র সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সব কর্মসূচি ‘বয়কট’-এর সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রনেতা মানিক শীল জানান, বিগত বছরগুলোর মতো এ বছর শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নেওয়া হয়নি।
টি-শার্ট, প্রতিটি হলে ভোজন, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন নেই। তাই শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অনুষ্ঠানে অংশ নেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মোজাম্মেল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তির আগমুহূর্তে পূজার বন্ধ ছিল। তাই অনুষ্ঠান আয়োজনে সময় কম পাওয়া গেছে। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় সংকোচনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সংক্ষিপ্ত অনুষ্ঠানমালায় শিক্ষার্থীদের অংশ না নেওয়ায় আমাদেরও ভালো লাগেনি। তাদের অংশগ্রহণ থাকলে অনুষ্ঠান প্রাণবন্ত হতো।’
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পায়রা, বেলুন-ফেস্টুন ওড়ানো, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। তবে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অংশ নেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।
এসব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মচারী সমিতির নেতারা অংশ নেন।
এদিকে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে গত মঙ্গলবার সন্ধ্যায় সব বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি, ছাত্র সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সব কর্মসূচি ‘বয়কট’-এর সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রনেতা মানিক শীল জানান, বিগত বছরগুলোর মতো এ বছর শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নেওয়া হয়নি।
টি-শার্ট, প্রতিটি হলে ভোজন, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন নেই। তাই শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অনুষ্ঠানে অংশ নেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মোজাম্মেল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তির আগমুহূর্তে পূজার বন্ধ ছিল। তাই অনুষ্ঠান আয়োজনে সময় কম পাওয়া গেছে। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় সংকোচনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সংক্ষিপ্ত অনুষ্ঠানমালায় শিক্ষার্থীদের অংশ না নেওয়ায় আমাদেরও ভালো লাগেনি। তাদের অংশগ্রহণ থাকলে অনুষ্ঠান প্রাণবন্ত হতো।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে