দীঘি নয়, প্রিয়ন্তীর বিয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চলতি মাসের শুরুতে গুঞ্জন রটে, বিয়ে করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অবশ্য এ গুঞ্জনের নেপথ্যে ছিলেন দীঘি নিজেই। ফেসবুকে একটি বিয়ের কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি আর বাকি অংশ তিনি ঢেকে রাখেন হাত দিয়ে।

সেই ছবিতে দীঘির অনামিকায় দেখা যায় এনগেজমেন্ট রিং! কয়েক দিন পর ‘৩৬, ২৪, ৩৬’ ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করে দীঘি জানান, বিয়েটা তাঁর নয়, এ সিনেমায় তাঁর অভিনীত চরিত্র প্রিয়ন্তীর। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে জানানো হয়েছে, ১৮ জুলাই দেখা যাবে ওয়েব ফিল্মটি। বানিয়েছেন রেজাউর রহমান। 

গল্পে দেখা যাবে, অসংখ্য ক্যাজুয়াল ও অনলাইন ডেটিংয়ের পর বিয়ের জন্য রাজি হয় প্রিয়ন্তী। তার একটাই চাওয়া, ডেস্টিনেশন ওয়েডিং। মানে বাড়ি কিংবা কনভেনশন সেন্টারে নয়, দূরে কোনো পর্যটনকেন্দ্রে হতে হবে এই বিয়ের আয়োজন। প্রিয়ন্তীর ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানের দায়িত্ব পায় সায়রা। এ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। প্রিয়ন্তীর বিয়েকে কেন্দ্র করে সেখানে ঘটতে থাকে নানা ঘটনা। 

এ ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে দীঘি বলেন, ‘এখন পর্যন্ত যত কাজ করেছি, এটা পুরোপুরি ভিন্ন একটা সিনেমা। আমার লুক থেকে শুরু করে কথা বলার ধরন, আচরণ—সবই আলাদা। চরিত্রের মধ্যে একটু কমিক সেন্সও ছিল। এই বিষয়টি আয়ত্ত করা কঠিন ছিল। যেকোনো মানুষকে হাসানো খুব কঠিন। শুটিং করার সময় খেয়াল করতাম, শট দেওয়ার পর সেটে কতজন এনজয় করছে। ডাবিং করার সময় যখন দেখলাম, যিনি এডিট করছেন, তিনি আমার দৃশ্যগুলো দেখে হাসছেন। তখন খুব ভালো লাগা কাজ করেছে। আশা করছি দর্শকও খুব উপভোগ করবেন।’

নির্মাতা রেজাউর রহমান বলেন, ‘৩৬, ২৪, ৩৬—অনেক নারীর আকাঙ্ক্ষিত বডি রেশিও। একটা পারফেক্ট বডি রেশিও কেন সবার থাকতে হবে? কেন সবাইকে বিউটি রেসের মধ্যে ঢুকতে হবে? এই জায়গা থেকেই আমাদের গল্প।’

এতে দীঘি ও কারিনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, আবু হুরাইরা তানভীর, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ সিনেমা। এ প্রজেক্টে ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত