আন্তর্জাতিক ধাত্রী দিবস আজ: প্রসূতিদের ভরসা শামীমা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১২: ০১

অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের কোনো সমস্যার বিষয়ে মোবাইল ফোনে কল এলেই হ্যান্ড গ্লাভস, ব্লেড, জীবাণুনাশক সামগ্রী, তুলা, তোয়ালেসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন শামীমা রহমান।

২০০০ সাল থেকে ২৪ বছর ধরে এ কাজ করে যাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫২ বছর বয়সী এই ধাত্রী। পেছনের ঘটনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘প্রায় ২৪ বছর আগে অন্তঃসত্ত্বা ছোট বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু ওই সময় একজন নারী চিকিৎসক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। তখন প্রতিজ্ঞা করি, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়ানোর। সে সংকল্প নিয়েই এ কাজ করে যাচ্ছি।’

অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের সমস্যার কথা শুনলে নিজের বয়স, অসুস্থতাও বাধা হতে পারে না শামীমার কাছে। খবর পেলেই ছুটে যান সেই বাড়িতে। নবজাতক ও যন্ত্রণাকাতর মাকে সেবা দিয়ে দ্রুত সুস্থ করে না তোলা পর্যন্ত থামেন না তিনি। শুধু নিজ উপজেলায় নয়, পাশের হালুয়াঘাট ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

শামীমা বলেন, ‘এ কাজ আমার ভালো লাগে। এতে ঝড়বৃষ্টি, রাত-বিরাত কোনো কিছুই মনে থাকে না। এটা অনেকটা নেশার মতো হয়ে গেছে।’ 
নালিতাবাড়ী পৌরসভার চকপাড়া মহল্লায় বাড়ি শামীমা রহমানের। স্বামী খলিলুর রহমান মারা গেছেন ২০১০ সালে। প্রায় ২৪ বছর অনেকটা বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছেন তিনি। কেউ খুশি হয়ে কিছু দিলে নেন। তবে নেই কোনো চাহিদা। কেননা সেবা দেওয়ার উদ্দেশ্যেই তিনি বেছে নিয়েছেন এ পেশা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত