তানিম আহমেদ, ঢাকা
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে কোন্দল বেড়েছে। নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়ে জড়িয়ে পড়ছে সংঘর্ষে। এতে গত ছয় মাসে প্রায় ৩৯ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। দলটির নেতারা বলছেন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি। প্রতিটি ভোটেই আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে ৪২ আসনে নৌকার প্রার্থীরা স্বতন্ত্রদের কাছে হেরে যান। আরও ৫০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নিজ দলের আওয়ামী লীগের এমপিদের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। এতে দলীয় কোন্দল বেড়েছে। এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, চোরাকারবারির নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে আগে থেকেই কোন্দল ছিল। ফলে দলের তৃণমূল পর্যায়ে গ্রুপিং নতুন রূপ নেয়। এতে দুশ্চিন্তায় দলের কেন্দ্রীয় নেতারা। বিরোধ মেটাতে জুলাই থেকে তৃণমূলে সফরে নামবেন কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ পুরোনো রাজনৈতিক দল। এর ঐতিহ্য আছে। আমরা দীর্ঘদিন ক্ষমতায়ও আছি। এ সময় দলের মধ্যে অন্তঃকোন্দল, মারামারি ও হত্যাকাণ্ড প্রত্যাশিত নয়। আমরা এটা কঠোর হস্তে দমনের চেষ্টা করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে। সারা দেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদন অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত জানুয়ারি থেকে মে পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ২৮ নেতা-কর্মী নিহত হন। চলতি জুন মাসেও নিহত ১১ জন।
গত মে মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ খুন ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার। চোরাচালানের দ্বন্দ্বে আনার কলকাতায় খুন হন বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। তবে এই খুনের নেপথ্যেও অন্তঃকোন্দল থাকায় পুলিশ পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, যেকোনো সংঘর্ষ ও মানুষের মৃত্যু দুঃখজনক। এ ব্যাপারে দলীয়ভাবে তদন্ত হবে, পুলিশও তদন্ত করবে। সেখানে দেখা হবে, কী জন্য কী হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, কেউ নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করলে, কোনো দুর্ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এটা উদ্বেগজনক ও অনৈতিক।
রাজশাহীর বাঘা উপজেলায় পৌর সেবা বৃদ্ধি এবং কর কমানোর দাবিতে ২২ জুন মানববন্ধন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারীরা। সেখানে পৌর মেয়র আক্কাস আলী ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। তাঁকে নিবিড় পরিচর্যায় নিতে হয়, সেখানেই ২৬ জুন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হচ্ছে।
সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘বলতে খারাপও লাগে, যাঁকে আমরা বড় নেতা মানতাম, সেই এ এইচ এম খায়রুজ্জামান লিটন (রাজশাহী সিটি করপোরেশন মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) প্রতিটি নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যার উৎপত্তিস্থল।
সকল অপরাধী তাঁর কাছে শেল্টার নেয়। সব জায়গায় তিনি ঝামেলা পাকান।’ শাহরিয়ার আলমের দাবি, বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌর মেয়র আক্কাসসহ মামলার সব আসামির ওঠাবসা খায়রুজ্জামান লিটনের সঙ্গে। তাদের মোবাইলের কললিস্ট চেক করলে ঘটনার আগেও আসামিদের সঙ্গে লিটনের কথোপকথনের তথ্য পাওয়া যেতে পারে।
এই অভিযোগের বিষয়ে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘তাঁর (শাহরিয়ার আলম) ব্যক্তিগত আক্রোশ বা আমার প্রতি বিরূপ মনোভাবের কারণে এসব অভিযোগ করছেন। এটা কাম্য নয়। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারও প্রাণহানি কাম্য নয়। কীভাবে এ ঘটনা ঘটেছে, সবাই জানে। তাই শুরুতেই শাহরিয়ার সাহেবের এটা বন্ধ করা উচিত ছিল।’
খুলনায় যুবলীগ নেতা মো. আরিফ হোসেনকে ২৪ জুন রাতে হত্যা করা হয়। নগরীর ফুলবাড়ী গেট এলাকায় নিজ বাড়ির সামনে মোবাইল ফোনে কথা বলার সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে হত্যা করে।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, ‘নির্বাচনের পর কিছু এলাকায় সহিংসতার খবর পেয়েছি। অচিরেই দলীয় ভুল-বোঝাবুঝি নিরসনে আমরা উদ্যোগ নেব।’
চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার খুন হন আওয়ামী লীগের দুই নেতা। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়া। শিবগঞ্জে আধিপত্য বিস্তার এবং ফতুল্লায় ইট-বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যাকাণ্ড দুটি ঘটে।
আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলে বিভেদ হয়েছে। সেটা প্রশমনের চেষ্টা করছি। জাতীয় নির্বাচনের পর দলীয় সভাপতি শেখ হাসিনা সবাইকে গণভবনে ডেকে একটা নির্দেশনা দিয়েছেন। তারপরও কিছু স্থানে যে ঘটনাগুলো ঘটছে, তা দুঃখজনক।’
টানা চার মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে কোন্দল বেড়েছে। নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়ে জড়িয়ে পড়ছে সংঘর্ষে। এতে গত ছয় মাসে প্রায় ৩৯ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। দলটির নেতারা বলছেন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি। প্রতিটি ভোটেই আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে ৪২ আসনে নৌকার প্রার্থীরা স্বতন্ত্রদের কাছে হেরে যান। আরও ৫০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নিজ দলের আওয়ামী লীগের এমপিদের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। এতে দলীয় কোন্দল বেড়েছে। এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, চোরাকারবারির নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে আগে থেকেই কোন্দল ছিল। ফলে দলের তৃণমূল পর্যায়ে গ্রুপিং নতুন রূপ নেয়। এতে দুশ্চিন্তায় দলের কেন্দ্রীয় নেতারা। বিরোধ মেটাতে জুলাই থেকে তৃণমূলে সফরে নামবেন কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ পুরোনো রাজনৈতিক দল। এর ঐতিহ্য আছে। আমরা দীর্ঘদিন ক্ষমতায়ও আছি। এ সময় দলের মধ্যে অন্তঃকোন্দল, মারামারি ও হত্যাকাণ্ড প্রত্যাশিত নয়। আমরা এটা কঠোর হস্তে দমনের চেষ্টা করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে। সারা দেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদন অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত জানুয়ারি থেকে মে পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ২৮ নেতা-কর্মী নিহত হন। চলতি জুন মাসেও নিহত ১১ জন।
গত মে মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ খুন ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার। চোরাচালানের দ্বন্দ্বে আনার কলকাতায় খুন হন বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। তবে এই খুনের নেপথ্যেও অন্তঃকোন্দল থাকায় পুলিশ পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, যেকোনো সংঘর্ষ ও মানুষের মৃত্যু দুঃখজনক। এ ব্যাপারে দলীয়ভাবে তদন্ত হবে, পুলিশও তদন্ত করবে। সেখানে দেখা হবে, কী জন্য কী হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, কেউ নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করলে, কোনো দুর্ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এটা উদ্বেগজনক ও অনৈতিক।
রাজশাহীর বাঘা উপজেলায় পৌর সেবা বৃদ্ধি এবং কর কমানোর দাবিতে ২২ জুন মানববন্ধন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারীরা। সেখানে পৌর মেয়র আক্কাস আলী ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। তাঁকে নিবিড় পরিচর্যায় নিতে হয়, সেখানেই ২৬ জুন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হচ্ছে।
সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘বলতে খারাপও লাগে, যাঁকে আমরা বড় নেতা মানতাম, সেই এ এইচ এম খায়রুজ্জামান লিটন (রাজশাহী সিটি করপোরেশন মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) প্রতিটি নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যার উৎপত্তিস্থল।
সকল অপরাধী তাঁর কাছে শেল্টার নেয়। সব জায়গায় তিনি ঝামেলা পাকান।’ শাহরিয়ার আলমের দাবি, বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌর মেয়র আক্কাসসহ মামলার সব আসামির ওঠাবসা খায়রুজ্জামান লিটনের সঙ্গে। তাদের মোবাইলের কললিস্ট চেক করলে ঘটনার আগেও আসামিদের সঙ্গে লিটনের কথোপকথনের তথ্য পাওয়া যেতে পারে।
এই অভিযোগের বিষয়ে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘তাঁর (শাহরিয়ার আলম) ব্যক্তিগত আক্রোশ বা আমার প্রতি বিরূপ মনোভাবের কারণে এসব অভিযোগ করছেন। এটা কাম্য নয়। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারও প্রাণহানি কাম্য নয়। কীভাবে এ ঘটনা ঘটেছে, সবাই জানে। তাই শুরুতেই শাহরিয়ার সাহেবের এটা বন্ধ করা উচিত ছিল।’
খুলনায় যুবলীগ নেতা মো. আরিফ হোসেনকে ২৪ জুন রাতে হত্যা করা হয়। নগরীর ফুলবাড়ী গেট এলাকায় নিজ বাড়ির সামনে মোবাইল ফোনে কথা বলার সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে হত্যা করে।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, ‘নির্বাচনের পর কিছু এলাকায় সহিংসতার খবর পেয়েছি। অচিরেই দলীয় ভুল-বোঝাবুঝি নিরসনে আমরা উদ্যোগ নেব।’
চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার খুন হন আওয়ামী লীগের দুই নেতা। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়া। শিবগঞ্জে আধিপত্য বিস্তার এবং ফতুল্লায় ইট-বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যাকাণ্ড দুটি ঘটে।
আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলে বিভেদ হয়েছে। সেটা প্রশমনের চেষ্টা করছি। জাতীয় নির্বাচনের পর দলীয় সভাপতি শেখ হাসিনা সবাইকে গণভবনে ডেকে একটা নির্দেশনা দিয়েছেন। তারপরও কিছু স্থানে যে ঘটনাগুলো ঘটছে, তা দুঃখজনক।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪