Ajker Patrika

অথচ তাঁরা কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১২: ১৭
অথচ তাঁরা কোথাও নেই

লম্বা বিরতির পর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) প্রথম শ্রেণির তৃতীয় রাউন্ড শুরু হবে আগামী পরশু। খেলা না থাকায় টিভি পর্দায় বিপিএল দেখেই সময় কাটছে সুমন খান ও মুশফিক হাসানের। ফ্র্যাঞ্চাইজিরা দলে ভেড়ালে হয়তো দেশের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারতেন তাঁরাও।

বিসিএল, এনসিএল ও ‘এ’ দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখালেও বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির নজরে আসেননি সুমন, মুশফিক ও হাসান মুরাদরা। অথচ আইপিএল, পিএসএল ও বিবিএলে ঘরোয়া লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে কাড়াকাড়ি পড়ে। বিপিএলে যেন ঠিক বিপরীত।

এবারের জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ উইকেটশিকারি সুমন। ঢাকা বিভাগের হয়ে ১১ ইনিংসে এই পেসার নিয়েছেন ৩৩ উইকেট। এনসিএলে টানা চার মৌসুম স্পিন বোলাররা সেরা হওয়ার পরও একজন পেসার বল হাতে এমন রাজত্ব করেছেন। বিসিএলে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও সুমন। খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়েও। ‘ই’ ক্যাটাগরির সুমনকে বিপিএলে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হতো ১৫ লাখ টাকা।  তিনিও স্বপ্ন বুনেছিলেন বিপিএল খেলার। গতকাল আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘আমাদের এখানে বিপিএলের আগে খেলাই তো হয় এনসিএল আর বিসিএল। এটার পারফরম্যান্স দেখেই বিপিএল বা যেই খেলা হোক, পরের কোনো টুর্নামেন্টে নির্বাচন করা হয়। এটাই সর্বত্র হয়ে থাকে। আইপিএলে রঞ্জি ট্রফিতে যারা সেরা পারফর্মার, তাঁরাই আইপিএলে উচ্চ চাহিদাসম্পন্ন।’

পারফর্ম করেও দল না পেয়ে অনেকের মতো কিছুটা হতাশ সুমনও। তিনি বলেছেন, ‘যখন প্রথমবার দল পেলাম না, একটু খারাপ লাগা কাজ করেছে। পরে চিন্তা করলাম, আপসোস কিসের। আমি তো ভালো করেছি। নেয়নি, এটা আমার প্রতি অন্যায়। নেওয়ার বিষয় আমার হাতে নেই। আমার হাতে আছে পারফর্ম করা। আমি সেটা করেছি।’

আরেক পেসার মুশফিক এনসিএলে রংপুরের হয়ে ১০ ইনিংসে নিয়েছিলেন ২৫ উইকেট। চলতি বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে এখন পর্যন্ত ৯ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি বলেছেন, ‘লিগে পারফরম্যান্স করায় প্রত্যাশা ছিলই। ক্রিকেটারদের জীবনে এগুলো হয়।’

যা হয়নি, সেটা নিয়ে ভাবছেন না সুমন-মুশফিকরা। সুমন বলেছেন, ‘পেসারদের মধ্যে এক নম্বরে আছি। সর্বোচ্চ উইকেটশিকার করাই লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত