আয়নাল হোসেন ও রাসেল মাহমুদ, ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন গত শুক্রবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেন, তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাঁর এক কর্মীকে মারধরও করেছেন প্রতিপক্ষের লোকজন। ফোন পেয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই প্রার্থীর মতো অনেকে ৯৯৯-এ ফোন করে প্রচারে বাধা ও সহিংসতার অভিযোগ জানিয়েছেন। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা আইনশৃঙ্খলা সমন্বয় সেলের তথ্য বলছে, নির্বাচনকেন্দ্রিক অভিযোগ জানাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ গত ১৬ দিনে ৫৫১টি ফোন কল এসেছে। কলগুলোর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ৫৪৭টি অভিযোগের সমাধান করা হয়েছে। বাকি চারটি অভিযোগ অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন সমন্বয় সেলের কর্মকর্তারা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সাধারণত পুলিশি সেবা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়। নম্বরটি ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য এই নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয় গত ১৪ ডিসেম্বর। এর মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সংস্থাকে অবহিত করা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপরই নির্বাচন-সংক্রান্ত নানা ধরনের অভিযোগে ফোন কল আসতে থাকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, গত রোববার ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী কাজে বাধা দেওয়ায় জরুরি সেবা ৯৯৯-এ কল আসে। এতে অভিযোগ করা হয়, ঈগল পাখির সমর্থকেরা নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি দেখার জন্য স্থানীয় থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, সমর্থকদের মধ্যে পারিবারিক সমস্যা রয়েছে। তার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
নওগাঁ-৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থী গত মঙ্গলবার জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানান, ট্রাক প্রতীকের সমর্থকদের প্রচারণায় বাধা দিচ্ছেন নৌকা প্রতীকের সমর্থকেরা। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান করে আইনশৃঙ্খলা সমন্বয় সেল। একই দিন শেরপুর-১ আসনের আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি ফোন দিয়ে অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর ওপর ট্রাক প্রতীকের লোকজন হামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন গত শুক্রবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেন, তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাঁর এক কর্মীকে মারধরও করেছেন প্রতিপক্ষের লোকজন। ফোন পেয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করেন।
ব্রাহ্মণবাড়িয়ার এই প্রার্থীর মতো অনেকে ৯৯৯-এ ফোন করে প্রচারে বাধা ও সহিংসতার অভিযোগ জানিয়েছেন। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা আইনশৃঙ্খলা সমন্বয় সেলের তথ্য বলছে, নির্বাচনকেন্দ্রিক অভিযোগ জানাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ গত ১৬ দিনে ৫৫১টি ফোন কল এসেছে। কলগুলোর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ৫৪৭টি অভিযোগের সমাধান করা হয়েছে। বাকি চারটি অভিযোগ অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন সমন্বয় সেলের কর্মকর্তারা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সাধারণত পুলিশি সেবা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়। নম্বরটি ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য এই নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয় গত ১৪ ডিসেম্বর। এর মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সংস্থাকে অবহিত করা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপরই নির্বাচন-সংক্রান্ত নানা ধরনের অভিযোগে ফোন কল আসতে থাকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, গত রোববার ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী কাজে বাধা দেওয়ায় জরুরি সেবা ৯৯৯-এ কল আসে। এতে অভিযোগ করা হয়, ঈগল পাখির সমর্থকেরা নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি দেখার জন্য স্থানীয় থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, সমর্থকদের মধ্যে পারিবারিক সমস্যা রয়েছে। তার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
নওগাঁ-৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থী গত মঙ্গলবার জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানান, ট্রাক প্রতীকের সমর্থকদের প্রচারণায় বাধা দিচ্ছেন নৌকা প্রতীকের সমর্থকেরা। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান করে আইনশৃঙ্খলা সমন্বয় সেল। একই দিন শেরপুর-১ আসনের আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি ফোন দিয়ে অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর ওপর ট্রাক প্রতীকের লোকজন হামলা করেছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪