শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ওভারব্রিজ থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ১০ কিলোমিটার সড়কে সন্ধ্যার পর থেকে চলাচল করা আতঙ্ক এবং ভয়ের। বিশেষ করে ভাওয়াল জাতীয় উদ্যানের সড়কটুকু বেশি আতঙ্কের।
সন্ধ্যার পর মোটরসাইকেল আর রিকশায় চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর থেকে এই সড়কে ঢিল ছোড়া হয়; রশি দিয়ে মোটরসাইকেলের মতো যানবাহন আটকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনায় গুরুতর আহত হন অনেক যাত্রী। তাই এই সড়কে চলাচলকারী ছোট পরিবহনের যাত্রীদের দাবি, এই ১০ কিলোমিটার সড়ক যেন নিরাপদ করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই ১০ কিলোমিটার সড়ক, বিশেষ করে ন্যাশনাল পার্কের আশপাশে গভীর গজারি বনের ভেতর ওত পেতে থাকে দুর্বৃত্তরা। তাঁরা এ সড়কে চলাচলকারী ছোট ছোট পরিবহনে ডাকাতি করে পালিয়ে যায়। এই সড়কে মোটরসাইকেল ছিনতাই হয়েছে অনেকের। অনেকেই গুরুতর আহত হয়েছেন। পঙ্গু হয়েছে অনেকেই।
অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ওঠে ডাকাতদের কবলে পড়ার ঘটনাও কম নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সব ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছেন। তবুও আতঙ্ক রয়ে গেছে এই সড়কে চলাচলকারী মোটরসাইকেল আর রিকশাচালকদের। পাশাপাশি এ সড়ক ব্যবহারকারী যাত্রীরাও থাকের শঙ্কিত।
জানা যায়, ২০২১ সালে মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন শ্রীপুর উপজেলার বাসিন্দা রাকিবুল হাসান নামে এক ব্যবসায়ী। পথে রাজেন্দ্রপুর আসা মাত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। রাস্তায় রশি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দেওয়া হয়। এরপর তাঁকে আহত অবস্থায় রাস্তার ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তিনি এ বিষয়ে থানায় জিডি করেও মোটরসাইকেল ফেরত পাননি। এ রকম হামলার শিকার হন মাওনা এলাকার ফরিদ মিয়া, মোতাহার হোসেন, কাওরাইদ এলাকার শরিফ আহমেদ।
এ সড়কে মোটরসাইকেলযোগে চলাচলকারী মাওনা এলাকার ব্যবসায়ী আজমল হোসেন বলেন, ‘গাজীপুরে একটি মার্কেটে কাপড়ের ব্যবসা করি। বাসায় ফিরতে ফিরতে রাত হয়। জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক ব্যবহার করতে হয়। মহাসড়কের ভেতরের লেনে দ্রুতগতির পরিবহনের ঝুঁকি, অপরদিকে সড়কের পাশে থাকে ডাকাতদলের ঝুঁকি।’
একটি কারখানার কর্মকর্তা স্বাধীন আহমেদ বলেন, ‘স্বাভাবিক দিনের চেয়ে ঈদ উপলক্ষে ভয় একটু বেশি। ডাকাত ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে কয়েকগুণ।’
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ করতে কাজ করছে পুলিশ। যে কোনো ধরনের অপরাধ নির্মূলে কাজ শুরু করা হয়েছে।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ওভারব্রিজ থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ ১০ কিলোমিটার সড়কে সন্ধ্যার পর থেকে চলাচল করা আতঙ্ক এবং ভয়ের। বিশেষ করে ভাওয়াল জাতীয় উদ্যানের সড়কটুকু বেশি আতঙ্কের।
সন্ধ্যার পর মোটরসাইকেল আর রিকশায় চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর থেকে এই সড়কে ঢিল ছোড়া হয়; রশি দিয়ে মোটরসাইকেলের মতো যানবাহন আটকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনায় গুরুতর আহত হন অনেক যাত্রী। তাই এই সড়কে চলাচলকারী ছোট পরিবহনের যাত্রীদের দাবি, এই ১০ কিলোমিটার সড়ক যেন নিরাপদ করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই ১০ কিলোমিটার সড়ক, বিশেষ করে ন্যাশনাল পার্কের আশপাশে গভীর গজারি বনের ভেতর ওত পেতে থাকে দুর্বৃত্তরা। তাঁরা এ সড়কে চলাচলকারী ছোট ছোট পরিবহনে ডাকাতি করে পালিয়ে যায়। এই সড়কে মোটরসাইকেল ছিনতাই হয়েছে অনেকের। অনেকেই গুরুতর আহত হয়েছেন। পঙ্গু হয়েছে অনেকেই।
অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ওঠে ডাকাতদের কবলে পড়ার ঘটনাও কম নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সব ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছেন। তবুও আতঙ্ক রয়ে গেছে এই সড়কে চলাচলকারী মোটরসাইকেল আর রিকশাচালকদের। পাশাপাশি এ সড়ক ব্যবহারকারী যাত্রীরাও থাকের শঙ্কিত।
জানা যায়, ২০২১ সালে মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন শ্রীপুর উপজেলার বাসিন্দা রাকিবুল হাসান নামে এক ব্যবসায়ী। পথে রাজেন্দ্রপুর আসা মাত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। রাস্তায় রশি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দেওয়া হয়। এরপর তাঁকে আহত অবস্থায় রাস্তার ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তিনি এ বিষয়ে থানায় জিডি করেও মোটরসাইকেল ফেরত পাননি। এ রকম হামলার শিকার হন মাওনা এলাকার ফরিদ মিয়া, মোতাহার হোসেন, কাওরাইদ এলাকার শরিফ আহমেদ।
এ সড়কে মোটরসাইকেলযোগে চলাচলকারী মাওনা এলাকার ব্যবসায়ী আজমল হোসেন বলেন, ‘গাজীপুরে একটি মার্কেটে কাপড়ের ব্যবসা করি। বাসায় ফিরতে ফিরতে রাত হয়। জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক ব্যবহার করতে হয়। মহাসড়কের ভেতরের লেনে দ্রুতগতির পরিবহনের ঝুঁকি, অপরদিকে সড়কের পাশে থাকে ডাকাতদলের ঝুঁকি।’
একটি কারখানার কর্মকর্তা স্বাধীন আহমেদ বলেন, ‘স্বাভাবিক দিনের চেয়ে ঈদ উপলক্ষে ভয় একটু বেশি। ডাকাত ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে কয়েকগুণ।’
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ করতে কাজ করছে পুলিশ। যে কোনো ধরনের অপরাধ নির্মূলে কাজ শুরু করা হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে