Ajker Patrika

বেয়াইকে সেতু ‘উপহার’ দিচ্ছেন প্রকৌশলী

খান রফিক, বরিশাল
বেয়াইকে সেতু ‘উপহার’ দিচ্ছেন প্রকৌশলী

বরিশালের বানারীপাড়ায় একটি বাড়ির মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি সেতু নির্মাণ করা হচ্ছে। কারণ ওই বাড়িটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের বেয়াই আলম মোল্লার বাড়ি। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভের পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছেন খোদ সংসদ সদস্য। তবে এতেও কাজ হয়নি। 

সেতুটি নির্মাণ করা হচ্ছে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মুড়ারবাড়ী গ্রামের খালের ওপর। খালের এক পাড়ে আলম মোল্লার বাড়ি। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,শুধু আলম মোল্লার বাড়ির জন্য এলজিইডি ৫৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্প তৈরি করে একটি সেতু নির্মাণ করছে। 

এদিকে যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে, সেখান থেকে ৩০০ ফুট দূরেই রয়েছে একটি আরসিসি (কংক্রিট) সেতু। এলাকাবাসী বলছে, নতুন আয়রন সেতুটি বর্তমান স্থান থেকে ৩০০ ফুট দূরে নির্মিত হলে প্রায় ৫ হাজার বাসিন্দা সুবিধা ভোগ করতে পারতেন। তবে এলজিইডি আলম মোল্লার বাড়ির সামনে সেতু নির্মাণে অনড় রয়েছে। দেড় বছর আগে সেতু নির্মাণের কাজ শুরু হলে বরিশাল-২ আসনের সদস্য সদস্য শাহে আলম কাজ বন্ধ করে দেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ততায় থাকার সুযোগে পুনরায় সেতু নির্মাণ শুরু করেছে এলজিইডি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহে আলম বলেন, সেতুটি গুরুত্বহীন জায়গায় নির্মাণের সময় তিনি কাজ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এলজিইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশে এটি নির্মাণ হচ্ছে। 

তবে বানারীপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী হুমায়ন কবীর বলেন, খালের অপর পাড়ে চারটি বাড়ি রয়েছে। তাদের যাতায়াতের জন্য সেতু নির্মিত হচ্ছে। এলজিইডির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় বাড়ি হওয়ায় সেতুটি করা হচ্ছে কি না এমন অভিযোগের বিষয়ে বলেন, ‘এটা আমার জানা নেই’। স্থানীয় এমপি বাধা দিয়েছেন কি না তাও জানেন না।

যদিও এলাকাবাসী বলছে ভিন্ন কথা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলম মোল্লার মুরগির খামার রয়েছে। এই খামারের মুরগি ও এর খাদ্য পরিবহনের সুবিধার জন্য তাঁর বেয়াই এই সেতুর ব্যবস্থা করে দিয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন বলেন, সেতুটি যেখানে নির্মিত হচ্ছে এতে মোল্লা বাড়ির চার থেকে পাঁচজন লোক ছাড়া অন্য কারও ব্যবহারের প্রয়োজন হবে না।

এ প্রসঙ্গে আলম মোল্লা সাংবাদিকদের বলেন, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন তাঁর বেয়াই। তাঁর মেয়াদকালীন সেতুটির অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দারা তখন আপত্তি করায় সেতুটি নির্মিত হয়নি। তবে এখন সেতু স্থাপনের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত