পরিবেশপ্রেমী তারকারা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১: ০৪
Thumbnail image

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি অভিনন্দন জানান বাংলাদেশ সরকারকে।

বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করছেন ডিক্যাপ্রিও। পরিবেশসংশ্লিষ্ট যেকোনো আন্দোলনে তিনি পথে নেমে পড়েন। জলবায়ু রক্ষায় ২০১৪ সাল থেকে জাতিসংঘের ‘শান্তির দূত’ হিসেবে কাজ করে যাচ্ছেন ডিক্যাপ্রিও। প্রথমবার অস্কার হাতে নিয়েও এই অভিনেতা বলেছেন পরিবেশরক্ষার কথা।

শুধু ডিক্যাপ্রিও নন, হলিউডের বেশ কয়েকজন তারকা কাজ করছেন পরিবেশ নিয়ে। পরিবেশপ্রেমীদের তালিকায় রয়েছেন পিয়ার্স ব্রসন্যান, ব্র্যাড পিট, ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক, নাটালি পোর্টম্যান, মার্ক রাফালো, কেট ব্ল্যানচেট, ড্রিউ ব্যারিমোরের মতো আরও অনেক তারকা।

পিয়ার্স ব্রসন্যানপিয়ার্স ব্রসন্যান
স্ত্রী কেলি শায়ি স্মিথকে নিয়ে সমুদ্রতীরের পরিবেশরক্ষায় কাজ করছেন ‘জেমস বন্ড’খ্যাত পিয়ার্স ব্রসন্যান। অবৈধভাবে তিমি হত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সফর করেছেন। ‘পিয়ার্স ওশেনস’ ও ‘লিথাল সাউন্ডস’-এর মতো প্রামাণ্যচিত্রে পাওয়া যায় তাঁর প্রকৃতিপ্রেমের উদাহরণ।

ব্র্যাড পিটব্র্যাড পিট
অনেক দিন ধরেই সবুজ আন্দোলনের সঙ্গে যুক্ত হলিউড তারকা ব্র্যাড পিট। তিনি মেক ইট রাইট ফাউন্ডেশনের মাধ্যমে পরিবেশরক্ষায় কাজ করছেন।

এমা ওয়াটসনএমা ওয়াটসন
সিনেমার প্রচার কিংবা চলচ্চিত্র উৎসব যেখানেই যান না কেন, প্রচারণা চালান ‘টেকসই ফ্যাশন’ নিয়ে। পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক, পুরোনো কাপড় আর সিল্কের মতো ফেলনা জিনিস দিয়ে দিয়ে নিজের জন্য পোশাক বানান এমা। বিভিন্ন অনুষ্ঠানে তিনি এসব পোশাকই পরেন।

কেট ব্ল্যানচেটকেট ব্ল্যানচেট
অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনয়শিল্পী কেট ব্ল্যানচেট। কেট ও তাঁর স্বামী অ্যান্ড্রো আপটন গ্রিনিং দ্য হোয়ার্ফ নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। অস্ট্রেলিয়ার ওয়ালশ উপকূলে ১ হাজার ৯০০ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছেন দুজন। শুধু তা-ই নয়, কেটের নেতৃত্বে থিয়েটারে মঞ্চায়িত বিভিন্ন নাটক ও প্রদর্শনীতে পরিবেশবান্ধব অনুষঙ্গ ব্যবহার করা হয়।

ম্যাট ডেমন
বিশুদ্ধ পানি পরিবহনের জন্য ম্যাট ডেমন ওয়াটার ডট অর্গ নামের প্রতিষ্ঠান তৈরি করেছেন। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করতে দীর্ঘদিন উপস্থাপনা করেছেন ‘জার্নি টু প্ল্যানেট’ নামের পরিবেশবিষয়ক একটি অনুষ্ঠান। জাতিসংঘের জীববৈচিত্র্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত