ইজাজুল হক
সু ফিসাধক হজরত শাহ আলী বাগদাদি (রহ.)-এর জন্ম ইরাকের বাগদাদে। তাঁর বংশপরম্পরা হজরত আলী (রা.) ও ফাতেমা (রা.) হয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে মিলিত হয়।
হজরত হোসাইন (রা.) তাঁর ১৭তম পূর্বপুরুষ। তাঁর ১২তম পূর্বপুরুষ সৈয়দ সোলতান আলী থেকে শুরু করে পরের পূর্বপুরুষগণ বাগদাদেরই বাসিন্দা ছিলেন। বর্তমানে ফরিদপুরের গেরদাসহ আশপাশের বিভিন্ন জেলায় শাহ আলী বাগদাদি (রহ.)-এর বংশধরদের বসবাস রয়েছে। (ফরিদপুরের ইতিহাস, আ ন ম আবদুস সোবহান, আফসার ব্রাদার্স, ২০১৭, পৃ. ৩৭৮-৩৮০)
ফরিদপুর আগমন
হজরত শাহ আলী বাগদাদি (রহ.) ১৫ শতকের প্রথম দিকে বাগদাদ থেকে ভারতবর্ষে আসেন। তাঁর শিষ্যদের একটি দল নিয়ে তিনি ৮১৩-১৪ হিজরিতে (১৪১২ খ্রিষ্টাব্দ) দিল্লি আসেন। পরে তিনি তৎকালীন ফতেহাবাদ পরগনার (ফরিদপুর জেলা) কসবা গেরদায় আসেন। সোলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহের আমলে এই অঞ্চল মুসলমানরা জয় করেন। শাহ আলী (রহ.) গেরদা ও আশপাশে ইসলাম প্রচার করেন। অসংখ্য মানুষ তাঁর আচার-আচারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। পরে তিনি ঢাকায় রওনা হন। সেখানেই তাঁর মাজার অবস্থিত। (বাংলাপিডিয়া)
ফতেহাবাদের আওলিয়া কাহিনি (মূল: সৈয়দ ইনায়েত হোসেইন বিহারি লিখিত উর্দু বই, গোলাম হামদানি কোরাইশি অনূদিত, মূল পাণ্ডুলিপির নাম পাওয়া যায়নি) থেকে জানা যায়, বাদশা তৈমুরের রাজত্বকালে চারজন আল্লাহর অলির মাধ্যমে কসবা গেরদায় ইসলাম প্রচারিত হয়। হজরত মাখদুম শাহ আলী বাগদাদি (রহ.) তাঁদের একজন। ১০১৩ হিজরিতে এ এলাকায় একটি পাথরের মসজিদ নির্মাণ করেন সোলতান শাহ বাহাদুর খান। (ফরিদপুরের ইতিহাস, আনন্দনাথ রায়, ড. তপন বাগচী সম্পাদিত, পৃ. ৮০)
গেরদা দরগাবাড়ি মসজিদ
শাহ আলী বাগদাদি (রহ.)-কে তৎকালীন সুলতান গেরদায় ১২ হাজার বিঘা জমি দেন। গেরদা দরগাবাড়ি মসজিদেই ছিল তাঁর দরবার। সেখান থেকেই তিনি আধ্যাত্মিক কাজ পরিচালনা করতেন।
স্থানীয় ভূমি জরিপ অনুযায়ী, গেরদার শাহ আলীর এলাকা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় এবং তিনি ঢাকায় চলে আসেন। এর আনুমানিক ১০০ বছর পর ১০১৩ হিজরিতে শাহ আলী (রহ.)-এর স্মরণে সোলতান বাহাদুর খান একটি মসজিদ নির্মাণ করে দেন। সেটিও কালের পরিক্রমায় ধ্বংস হয়ে যায়। তবে মসজিদের ভিত্তিপ্রস্তরের শিলা ও কয়েকটি পিলার এখনো অক্ষত রয়েছে এবং তা ১৯৭৮ সালে নতুনভাবে নির্মিত মসজিদের অবকাঠামোর সঙ্গে যোগ করে দেওয়া হয়। (বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর, ড. মোহাম্মদ আলী খান, নয়নজুলি, ঢাকা, পৃ. ১৫২-১৫৩ এবং লেখকের সরেজমিন পরিদর্শন)
স্মৃতিচিহ্ন নিয়ে কথা
গেরদা দরগাবাড়ি মসজিদের উত্তর পাশের একটি মিউজিয়াম রুমে হজরত শাহ আলী (রহ.)-এর আনীত কিছু স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। যেখানে মহানবী (সা.), আলী (রা.)সহ অনেক মহান ব্যক্তির নিদর্শন রয়েছে, যা আজকের পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। সরেজমিন পরিদর্শনে জানা যায়, এসব স্মৃতিচিহ্নের কথা এ এলাকায় অনেক আগে থেকেই প্রসিদ্ধ। ফরিদপুরের নির্ভরযোগ্য ইতিহাসের বইগুলোতেও এসব স্মৃতিচিহ্নের কথা উল্লেখ আছে। বর্তমান মসজিদের ভিত্তিফলকেও এসব নিদর্শনের কথা উল্লেখ আছে। (বিস্তারিত দেখুন—বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর, ড. মোহাম্মদ আলী খান, নয়নজুলি, ঢাকা, পৃ. ১৫২-১৫৩ এবং বৃহত্তর ফরিদপুরের ইতিহাস, পৃ. ২৩৪-২৩৬)
উত্তরসূরিদের প্রচারবিমুখতা
বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণ করছেন শাহ আলী বাগদাদি (রহ.)-এর ১০ম ও ১১তম বংশধরেরা। তাঁদের কয়েকজনের সঙ্গে এ লেখকের কথা হয়। তাঁরা হলেন মসজিদের প্রধান উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সৈয়দ আবু সালাম মো. আলম, সভাপতি সৈয়দ আবু হোসেন মো. আরশাদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম আলী। তাঁরা জানান, আমাদের পূর্বপুরুষেরা ইসলাম প্রচারের কাজ করতেন। কিন্তু কালের পরিক্রমায় আমরা তা ধরে রাখতে পারিনি। আমাদের আব্বার দাদা ছিলেন পীর মদন মিঞা (রহ.)। তার পর আর কেউ এ পথে আগাননি।
বংশধরেরা আরও জানান, এসব স্মৃতিচিহ্ন ঘিরে মানুষের মধ্যে কোনো ধরনের বেদাত-শিরক চালু হোক, তা তাঁরা চান না। এবং নিজেদের বংশের ঐতিহ্যও প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
তবে এই স্মৃতিচিহ্নগুলোর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং বছরের নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ রেখেছেন।
সু ফিসাধক হজরত শাহ আলী বাগদাদি (রহ.)-এর জন্ম ইরাকের বাগদাদে। তাঁর বংশপরম্পরা হজরত আলী (রা.) ও ফাতেমা (রা.) হয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে মিলিত হয়।
হজরত হোসাইন (রা.) তাঁর ১৭তম পূর্বপুরুষ। তাঁর ১২তম পূর্বপুরুষ সৈয়দ সোলতান আলী থেকে শুরু করে পরের পূর্বপুরুষগণ বাগদাদেরই বাসিন্দা ছিলেন। বর্তমানে ফরিদপুরের গেরদাসহ আশপাশের বিভিন্ন জেলায় শাহ আলী বাগদাদি (রহ.)-এর বংশধরদের বসবাস রয়েছে। (ফরিদপুরের ইতিহাস, আ ন ম আবদুস সোবহান, আফসার ব্রাদার্স, ২০১৭, পৃ. ৩৭৮-৩৮০)
ফরিদপুর আগমন
হজরত শাহ আলী বাগদাদি (রহ.) ১৫ শতকের প্রথম দিকে বাগদাদ থেকে ভারতবর্ষে আসেন। তাঁর শিষ্যদের একটি দল নিয়ে তিনি ৮১৩-১৪ হিজরিতে (১৪১২ খ্রিষ্টাব্দ) দিল্লি আসেন। পরে তিনি তৎকালীন ফতেহাবাদ পরগনার (ফরিদপুর জেলা) কসবা গেরদায় আসেন। সোলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহের আমলে এই অঞ্চল মুসলমানরা জয় করেন। শাহ আলী (রহ.) গেরদা ও আশপাশে ইসলাম প্রচার করেন। অসংখ্য মানুষ তাঁর আচার-আচারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। পরে তিনি ঢাকায় রওনা হন। সেখানেই তাঁর মাজার অবস্থিত। (বাংলাপিডিয়া)
ফতেহাবাদের আওলিয়া কাহিনি (মূল: সৈয়দ ইনায়েত হোসেইন বিহারি লিখিত উর্দু বই, গোলাম হামদানি কোরাইশি অনূদিত, মূল পাণ্ডুলিপির নাম পাওয়া যায়নি) থেকে জানা যায়, বাদশা তৈমুরের রাজত্বকালে চারজন আল্লাহর অলির মাধ্যমে কসবা গেরদায় ইসলাম প্রচারিত হয়। হজরত মাখদুম শাহ আলী বাগদাদি (রহ.) তাঁদের একজন। ১০১৩ হিজরিতে এ এলাকায় একটি পাথরের মসজিদ নির্মাণ করেন সোলতান শাহ বাহাদুর খান। (ফরিদপুরের ইতিহাস, আনন্দনাথ রায়, ড. তপন বাগচী সম্পাদিত, পৃ. ৮০)
গেরদা দরগাবাড়ি মসজিদ
শাহ আলী বাগদাদি (রহ.)-কে তৎকালীন সুলতান গেরদায় ১২ হাজার বিঘা জমি দেন। গেরদা দরগাবাড়ি মসজিদেই ছিল তাঁর দরবার। সেখান থেকেই তিনি আধ্যাত্মিক কাজ পরিচালনা করতেন।
স্থানীয় ভূমি জরিপ অনুযায়ী, গেরদার শাহ আলীর এলাকা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় এবং তিনি ঢাকায় চলে আসেন। এর আনুমানিক ১০০ বছর পর ১০১৩ হিজরিতে শাহ আলী (রহ.)-এর স্মরণে সোলতান বাহাদুর খান একটি মসজিদ নির্মাণ করে দেন। সেটিও কালের পরিক্রমায় ধ্বংস হয়ে যায়। তবে মসজিদের ভিত্তিপ্রস্তরের শিলা ও কয়েকটি পিলার এখনো অক্ষত রয়েছে এবং তা ১৯৭৮ সালে নতুনভাবে নির্মিত মসজিদের অবকাঠামোর সঙ্গে যোগ করে দেওয়া হয়। (বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর, ড. মোহাম্মদ আলী খান, নয়নজুলি, ঢাকা, পৃ. ১৫২-১৫৩ এবং লেখকের সরেজমিন পরিদর্শন)
স্মৃতিচিহ্ন নিয়ে কথা
গেরদা দরগাবাড়ি মসজিদের উত্তর পাশের একটি মিউজিয়াম রুমে হজরত শাহ আলী (রহ.)-এর আনীত কিছু স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। যেখানে মহানবী (সা.), আলী (রা.)সহ অনেক মহান ব্যক্তির নিদর্শন রয়েছে, যা আজকের পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। সরেজমিন পরিদর্শনে জানা যায়, এসব স্মৃতিচিহ্নের কথা এ এলাকায় অনেক আগে থেকেই প্রসিদ্ধ। ফরিদপুরের নির্ভরযোগ্য ইতিহাসের বইগুলোতেও এসব স্মৃতিচিহ্নের কথা উল্লেখ আছে। বর্তমান মসজিদের ভিত্তিফলকেও এসব নিদর্শনের কথা উল্লেখ আছে। (বিস্তারিত দেখুন—বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর, ড. মোহাম্মদ আলী খান, নয়নজুলি, ঢাকা, পৃ. ১৫২-১৫৩ এবং বৃহত্তর ফরিদপুরের ইতিহাস, পৃ. ২৩৪-২৩৬)
উত্তরসূরিদের প্রচারবিমুখতা
বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণ করছেন শাহ আলী বাগদাদি (রহ.)-এর ১০ম ও ১১তম বংশধরেরা। তাঁদের কয়েকজনের সঙ্গে এ লেখকের কথা হয়। তাঁরা হলেন মসজিদের প্রধান উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সৈয়দ আবু সালাম মো. আলম, সভাপতি সৈয়দ আবু হোসেন মো. আরশাদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম আলী। তাঁরা জানান, আমাদের পূর্বপুরুষেরা ইসলাম প্রচারের কাজ করতেন। কিন্তু কালের পরিক্রমায় আমরা তা ধরে রাখতে পারিনি। আমাদের আব্বার দাদা ছিলেন পীর মদন মিঞা (রহ.)। তার পর আর কেউ এ পথে আগাননি।
বংশধরেরা আরও জানান, এসব স্মৃতিচিহ্ন ঘিরে মানুষের মধ্যে কোনো ধরনের বেদাত-শিরক চালু হোক, তা তাঁরা চান না। এবং নিজেদের বংশের ঐতিহ্যও প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
তবে এই স্মৃতিচিহ্নগুলোর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং বছরের নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ রেখেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে