Ajker Patrika

চাঁদপুর-৪: মোহনায় দুই দলের প্রার্থীজট

মো. মমিন হোসেন, ফরিদগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুর-৪: মোহনায় দুই দলের প্রার্থীজট

পদ্মা, মেঘনা, ডাকাতিয়া—এই তিন নদীর মোহনার জেলা চাঁদপুর। এর ৮ উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ ফরিদগঞ্জের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর-৪ আসন। আসনটিতে দলের চেয়ে ব্যক্তির প্রভাবকে অনেকটাই গুরুত্ব দেন ভোটাররা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস বাকি থাকলেও এখনই আসনটিতে সম্ভাব্য প্রার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। বইছে ভোটের হাওয়া।

এই আসনে বরাবরই আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান। এবারও ব্যতিক্রম নয়। তবে এ দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় সুযোগ নিতে চায় জাতীয় পার্টি (জাপা)। ভোটাররা বলছেন, প্রতীক নয়, এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীকেই বেছে নেবেন তাঁরা। তবে সম্প্রতি এলাকায় বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা। ধর্মীয় উৎসব এবং সামাজিক উপলক্ষ ঘিরে প্রতি মাসে একাধিকবার এলাকায় হাজির হচ্ছেন তাঁরা। ভোটারদের মধ্যে আলোড়ন তুলতে তৃণমূল পর্যায়ে অনুদান দিচ্ছেন।

জেলার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগের শফিকুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামী নির্বাচনেও দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জোর প্রস্তুতি নিচ্ছেন। একসময়ে তিনি নির্বাচনী এলাকাতে তেমন আসা-যাওয়া না করলেও বর্তমানে বিভিন্ন সভা সমাবেশ ও খেলাধুলাকে ঘিরে চলে আসেন এলাকায়।

অন্যদিকে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং এ আসনের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া। মাঠপর্যায়ে প্রচারের পাশাপাশি নির্বাচন উপলক্ষে কৌশলগত প্রস্তুতিও নিচ্ছেন।

আসনটিতে এবার নৌকা প্রতীকের দাবিদার হিসেবে মাঠে আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। এ আসনে তাঁর বড় কর্মী বাহিনী রয়েছে। প্রার্থিতার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীও। তিনি সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ভোটারদের দাবির মুখে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। মনোনয়নের আশায় মাঠে আছেন সাবেক ছাত্রনেতা এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ সাগর।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের মাঠে সমানতালে কর্মী বাহিনী নিয়ে মনোনয়নের আশায় কাজ করে যাচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ এবং উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ হান্নান। আর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে প্রচার চালাচ্ছেন জাপার মনোনয়নপ্রত্যাশী শেখ সাজ্জাদ রশিদ সুমন। করোনাকালে নানা উদ্যোগ গ্রহণের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে সমর্থন চাইছেন। উপজেলা জাপার একাধিক নেতা-কর্মীরা জানিয়েছেন, আপাতত শেখ সাজ্জাদ রশিদ ছাড়া তাঁদের আর কোনো প্রার্থী নেই। মনোনয়ন চূড়ান্ত হলে নির্বাচনেও তাঁর পক্ষে কাজ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত