বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশেষ দিবস উপলক্ষে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোও নতুন কনটেন্ট দিয়ে চমক দেখাচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে চলতি মাসে প্ল্যাটফর্মগুলো প্রকাশ করছে নতুন সিরিজ ও সিনেমা।
বঙ্গতে ‘দ্য লাভ স্টোরিজ’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাভ স্টোরিজ’ নামের অ্যান্থলজি ওয়েব সিনেমা নিয়ে আসছে বঙ্গ বিডি। এতে থাকছে চার নির্মাতার চারটি গল্প। গিয়াস উদ্দিন সেলিম বানাচ্ছেন ‘গাঁইয়া’, মিজানুর রহমান আরিয়ান ‘বুকিং’, ভিকি জাহেদ ‘এক্সট্রা’ ও কাজল আরেফিন অমির ‘দুঃখিত’।
বুকিংয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ বি এম সুমন ও পরীমণি। নির্মাতা আরিয়ান জানান, বুকিং মিষ্টি এক প্রেমের গল্প। যেখানে তিনি পরীমণি ও এ বি এম সুমনকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। দুঃখিত নামের গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। অমির পরিচালনায় এই জুটি ইতিমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। সেলিমের গাঁইয়াতে জুটি হয়েছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। আর ভিকি জাহেদের এক্সট্রায় দেখা যাবে নিলয় আলমগীর ও সাবিলা নূরকে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।
বিঞ্জে ‘আরারাত’
ভিকি জাহেদের নির্দেশনায় বেশ কিছু কাজে প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। আবারও এই পরিচালকের নির্দেশনায় নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন মেহজাবীন। নাম ‘আরারাত’। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছে বিঞ্জ। মুক্তির তারিখ নির্ধারণ না হলেও ভালোবাসা দিবস উপলক্ষেই মুক্তি পাবে সিরিজটি। আরারাতে মেহজাবীনের বিপরীতে আছেন শ্যামল মাওলা। গত বছরের ডিসেম্বরে ঘোড়াশাল, নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকায় শুটিং হয়েছে সিরিজটির।
দীপ্ত প্লেতে ‘ইউএনও স্যার’
দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। বানিয়েছেন সৈয়দ শাকিল। আহসান হাবিবের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিপরীতে আছেন তানজিম সাইয়ারা তটিনী। আরও আছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ। সম্প্রতি ফেসবুকে ওয়েব ফিল্মটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘কিছু প্রেম প্রেমের চেয়েও বড়। শিগগির আসছে দীপ্ত প্লের অরজিনাল ফিল্ম ইউএনও স্যার।’ জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে চলতি মাসেই রিলিজ পাবে সিনেমাটি।
চরকিতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’
ভালোবাসার মাসে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েব ফিল্ম প্রকাশ করতে যাচ্ছে চরকি। শিহাব শাহীনের পরিচালনায় ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। জানা গেছে, লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। তেমনই একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে কাছের মানুষ দূরে থুইয়া সিনেমায়। এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম দিন চরকিতে মুক্তি পেয়েছে ছয় পর্বের সিরিজ ‘টিকিট’।
বিশেষ দিবস উপলক্ষে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোও নতুন কনটেন্ট দিয়ে চমক দেখাচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে চলতি মাসে প্ল্যাটফর্মগুলো প্রকাশ করছে নতুন সিরিজ ও সিনেমা।
বঙ্গতে ‘দ্য লাভ স্টোরিজ’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাভ স্টোরিজ’ নামের অ্যান্থলজি ওয়েব সিনেমা নিয়ে আসছে বঙ্গ বিডি। এতে থাকছে চার নির্মাতার চারটি গল্প। গিয়াস উদ্দিন সেলিম বানাচ্ছেন ‘গাঁইয়া’, মিজানুর রহমান আরিয়ান ‘বুকিং’, ভিকি জাহেদ ‘এক্সট্রা’ ও কাজল আরেফিন অমির ‘দুঃখিত’।
বুকিংয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ বি এম সুমন ও পরীমণি। নির্মাতা আরিয়ান জানান, বুকিং মিষ্টি এক প্রেমের গল্প। যেখানে তিনি পরীমণি ও এ বি এম সুমনকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। দুঃখিত নামের গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। অমির পরিচালনায় এই জুটি ইতিমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। সেলিমের গাঁইয়াতে জুটি হয়েছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। আর ভিকি জাহেদের এক্সট্রায় দেখা যাবে নিলয় আলমগীর ও সাবিলা নূরকে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।
বিঞ্জে ‘আরারাত’
ভিকি জাহেদের নির্দেশনায় বেশ কিছু কাজে প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। আবারও এই পরিচালকের নির্দেশনায় নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন মেহজাবীন। নাম ‘আরারাত’। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছে বিঞ্জ। মুক্তির তারিখ নির্ধারণ না হলেও ভালোবাসা দিবস উপলক্ষেই মুক্তি পাবে সিরিজটি। আরারাতে মেহজাবীনের বিপরীতে আছেন শ্যামল মাওলা। গত বছরের ডিসেম্বরে ঘোড়াশাল, নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকায় শুটিং হয়েছে সিরিজটির।
দীপ্ত প্লেতে ‘ইউএনও স্যার’
দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। বানিয়েছেন সৈয়দ শাকিল। আহসান হাবিবের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিপরীতে আছেন তানজিম সাইয়ারা তটিনী। আরও আছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ। সম্প্রতি ফেসবুকে ওয়েব ফিল্মটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘কিছু প্রেম প্রেমের চেয়েও বড়। শিগগির আসছে দীপ্ত প্লের অরজিনাল ফিল্ম ইউএনও স্যার।’ জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে চলতি মাসেই রিলিজ পাবে সিনেমাটি।
চরকিতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’
ভালোবাসার মাসে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েব ফিল্ম প্রকাশ করতে যাচ্ছে চরকি। শিহাব শাহীনের পরিচালনায় ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। জানা গেছে, লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। তেমনই একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে কাছের মানুষ দূরে থুইয়া সিনেমায়। এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম দিন চরকিতে মুক্তি পেয়েছে ছয় পর্বের সিরিজ ‘টিকিট’।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে