বিশেষ প্রতিনিধি, ঢাকা
ডলারের জন্য ব্যাংকে হাহাকার চলছে। ব্যাংকে পর্যাপ্ত ডলার না থাকায় ব্যবসায়ীরা পণ্য আমদানির ঋণপত্র খুলতে পারছেন না। এর মধ্যেও রেমিট্যান্সে ভাটার টান অব্যাহত রয়েছে। নভেম্বর মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ৬৬ কোটি ডলারের মতো, যা আগের মাসের এই সময়ের চেয়ে ১১ কোটি ডলার কম। পরিস্থিতির অবনতি হলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স আরও কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে। ডলার সংকটের সময়ে বৈধ চ্যানেলে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না প্রবাসীরা। তাই অনেক প্রবাসী বাড়তি লাভের আশায় হুন্ডির আশ্রয় নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা ডলারের মজুত বাড়াতে যেকোনো মূল্যে রেমিট্যান্স বাড়ানোর দিকে সরকারকে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর দায় শোধ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে এসেছে ৩৪ বিলিয়ন ডলারে। তাও আবার নিট হিসাবে কমে ঠেকেছে ২৬ বিলিয়ন ডলারে। এমন পরিস্থিতিতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকলে রিজার্ভ ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু ওই দুটি প্রধান খাতেও গত কয়েক মাসে ভাটার টান চলছে। রপ্তানির ধারা নেতিবাচক। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৮৫ লাখ ডলার, যা গত মাসের একই সময়ের চেয়ে ১১ কোটি ১৩ লাখ ডলার কম। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭৬ কোটি ৯৮ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এরপরে আর এই ধারা অব্যাহত থাকেনি। সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার এবং অক্টোবরে আসে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১১ দিনে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ কোটি ২৪ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ২ লাখ ডলার আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ২৩ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি মাসের বাকি ১৯ দিনে এই হারে রেমিট্যান্স এলে সেপ্টেম্বর, অক্টোবরের মতো নভেম্বর মাসেও দেড় বিলিয়ন ডলারের কিছু বেশি রেমিট্যান্স আসবে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
জানা যায়, বহু আলোচনা ও বিতর্কের পরও মুদ্রার বিনিময় হার এখনও বাজারের ওপরে ছেড়ে দেয়নি বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজারে একাধিক হার চলছে। খোলা বাজার বা কার্ব মার্কেটে ডলারের দর এখন ১১২ টাকা। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ১০৭ টাকা পাওয়া যায়। তার সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হয়ে পাওয়া যায় ১০৯ টাকা ৫০ পয়সা। আর হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ১১৩ টাকা পর্যন্ত পাচ্ছেন প্রবাসীরা। স্বাভাবিকভাবেই তাঁরা যেখানে বেশি পাচ্ছেন, সেই মাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভালোই ছিলাম। হঠাৎ করে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ঢেউ এখানে এসে পড়েছে। এখানে ডলারসংকট মারাত্মক রূপ নিচ্ছে। জ্বালানি তেলের ঘাটতি তৈরি হয়েছে। শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পে জ্বালানি সরবরাহ বাড়াতেই হবে। এ জন্য ডলার লাগবে।
তাই রেমিট্যান্সের ওপরে সরকারকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে রেমিট্যান্স বাড়ানোর জন্য।
ডলারের জন্য ব্যাংকে হাহাকার চলছে। ব্যাংকে পর্যাপ্ত ডলার না থাকায় ব্যবসায়ীরা পণ্য আমদানির ঋণপত্র খুলতে পারছেন না। এর মধ্যেও রেমিট্যান্সে ভাটার টান অব্যাহত রয়েছে। নভেম্বর মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ৬৬ কোটি ডলারের মতো, যা আগের মাসের এই সময়ের চেয়ে ১১ কোটি ডলার কম। পরিস্থিতির অবনতি হলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স আরও কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে। ডলার সংকটের সময়ে বৈধ চ্যানেলে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না প্রবাসীরা। তাই অনেক প্রবাসী বাড়তি লাভের আশায় হুন্ডির আশ্রয় নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা ডলারের মজুত বাড়াতে যেকোনো মূল্যে রেমিট্যান্স বাড়ানোর দিকে সরকারকে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর দায় শোধ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে এসেছে ৩৪ বিলিয়ন ডলারে। তাও আবার নিট হিসাবে কমে ঠেকেছে ২৬ বিলিয়ন ডলারে। এমন পরিস্থিতিতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকলে রিজার্ভ ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু ওই দুটি প্রধান খাতেও গত কয়েক মাসে ভাটার টান চলছে। রপ্তানির ধারা নেতিবাচক। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৮৫ লাখ ডলার, যা গত মাসের একই সময়ের চেয়ে ১১ কোটি ১৩ লাখ ডলার কম। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭৬ কোটি ৯৮ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এরপরে আর এই ধারা অব্যাহত থাকেনি। সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার এবং অক্টোবরে আসে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১১ দিনে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ কোটি ২৪ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ২ লাখ ডলার আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ২৩ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি মাসের বাকি ১৯ দিনে এই হারে রেমিট্যান্স এলে সেপ্টেম্বর, অক্টোবরের মতো নভেম্বর মাসেও দেড় বিলিয়ন ডলারের কিছু বেশি রেমিট্যান্স আসবে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
জানা যায়, বহু আলোচনা ও বিতর্কের পরও মুদ্রার বিনিময় হার এখনও বাজারের ওপরে ছেড়ে দেয়নি বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজারে একাধিক হার চলছে। খোলা বাজার বা কার্ব মার্কেটে ডলারের দর এখন ১১২ টাকা। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ১০৭ টাকা পাওয়া যায়। তার সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হয়ে পাওয়া যায় ১০৯ টাকা ৫০ পয়সা। আর হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ১১৩ টাকা পর্যন্ত পাচ্ছেন প্রবাসীরা। স্বাভাবিকভাবেই তাঁরা যেখানে বেশি পাচ্ছেন, সেই মাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ ব্যাপারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভালোই ছিলাম। হঠাৎ করে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ঢেউ এখানে এসে পড়েছে। এখানে ডলারসংকট মারাত্মক রূপ নিচ্ছে। জ্বালানি তেলের ঘাটতি তৈরি হয়েছে। শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পে জ্বালানি সরবরাহ বাড়াতেই হবে। এ জন্য ডলার লাগবে।
তাই রেমিট্যান্সের ওপরে সরকারকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে রেমিট্যান্স বাড়ানোর জন্য।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে