ফরিদপুর সংবাদদাতা
অব্যাহত লোকসানের মুখে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ২০২০ সালে রাজশাহী ও ফরিদপুর—এই দুটি চিনিকলও বন্ধের সিদ্ধান্ত হয়। গত ৪৬ বছরে এই চিনিকলের লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ টাকা। তবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এই শিল্পপ্রতিষ্ঠানটির সঙ্গে কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে পাঁচ বছরের একটি রোডম্যাপ প্রণয়ন করে।
এর মধ্যে প্রতিবন্ধকতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে লোকসানের দায় থেকে লাভজনক করে তুলতে হবে। কর্তৃপক্ষ এখন সে চেষ্টাই চালাচ্ছে জোরেশোরে। গত মৌসুমে আখের অভাবে মাত্র এক মাস ১০ দিন চলেছিল আখমাড়াই। এবার মৌসুমের চার মাসই আখমাড়াইয়ের চিন্তাভাবনা রয়েছে, সেভাবেই আখচাষিদেরও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির কথা উঠেছিল, সে ব্যাপারেও শক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের নিরাপত্তা বাড়াতে সার্চলাইট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে মাঝমধ্যে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায়, আর মিল থেকে যাতে কোনোভাবেই যন্ত্রাংশ বের করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
এত প্রস্তুতির মধ্যেই গত ২৯ নভেম্বর রাতে ফরিদপুর চিনিকল থেকে চট্টগ্রামে সালফার আনতে যাওয়া ট্রাক থেকে একটি ফুয়েল পাম্প উদ্ধার করে মেইন গেটের সিকিউরিটি গার্ডরা।
মেইন গেটের সিকিউরিটি গার্ড আ. রহমান বলেন, তিনটি ট্রাক চট্টগ্রামে সালফার আনতে যায়, যার একটি চেক ছাড়াই বেরিয়ে যায়। পরের ট্রাকটির টুলবক্সে একটি মাল পান। খবর পেয়ে এমডি, প্রশাসন ব্যবস্থাপক, সিকিউরিটি অফিসার আসেন। পরদিন এমডি তাঁর অফিসে যেতে বলেন। অফিসে গেলে সিকিউরিটি অফিসারের রুমে বসতে বলেন। তখন সেখানে উপস্থিত ট্রাকচালক মোখলেস তাঁকে সাত-আটটি চড় মারেন।’
এ ঘটনার পর ট্রাকচালক মোখলেসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ট্রাকচালকেরা ট্রাক চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে ওই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
এমডি মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান, এ ঘটনা তিনি পুলিশকে জানাননি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচালক মোখলেস চট্টগ্রামের পথে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। সিবিএ সভাপতি আব্বাস আলী বলেন, চিনিকলের ইঞ্জিনিয়ার ও ফোরম্যান জানান, এই পাম্পটি তাঁদের মিলের নয়।
জানা গেছে, চুরি হওয়া এসব মালামাল মিলের পরিবহন প্রকৌশল বিভাগের দায়িত্বে থাকে। ওই বিভাগের ব্যবস্থাপক এ কে এম কামরুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি এমডি স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে রাজি হননি।
এদিকে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ফুয়েল পাম্প খুলে চুরির ঘটনা তদন্তে কার্যত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও গতকাল বৃহস্পতিবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এমডি মোহাম্মদ খবিরউদ্দিন।
অব্যাহত লোকসানের মুখে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ২০২০ সালে রাজশাহী ও ফরিদপুর—এই দুটি চিনিকলও বন্ধের সিদ্ধান্ত হয়। গত ৪৬ বছরে এই চিনিকলের লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ টাকা। তবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এই শিল্পপ্রতিষ্ঠানটির সঙ্গে কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে পাঁচ বছরের একটি রোডম্যাপ প্রণয়ন করে।
এর মধ্যে প্রতিবন্ধকতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে লোকসানের দায় থেকে লাভজনক করে তুলতে হবে। কর্তৃপক্ষ এখন সে চেষ্টাই চালাচ্ছে জোরেশোরে। গত মৌসুমে আখের অভাবে মাত্র এক মাস ১০ দিন চলেছিল আখমাড়াই। এবার মৌসুমের চার মাসই আখমাড়াইয়ের চিন্তাভাবনা রয়েছে, সেভাবেই আখচাষিদেরও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির কথা উঠেছিল, সে ব্যাপারেও শক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের নিরাপত্তা বাড়াতে সার্চলাইট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে মাঝমধ্যে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায়, আর মিল থেকে যাতে কোনোভাবেই যন্ত্রাংশ বের করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
এত প্রস্তুতির মধ্যেই গত ২৯ নভেম্বর রাতে ফরিদপুর চিনিকল থেকে চট্টগ্রামে সালফার আনতে যাওয়া ট্রাক থেকে একটি ফুয়েল পাম্প উদ্ধার করে মেইন গেটের সিকিউরিটি গার্ডরা।
মেইন গেটের সিকিউরিটি গার্ড আ. রহমান বলেন, তিনটি ট্রাক চট্টগ্রামে সালফার আনতে যায়, যার একটি চেক ছাড়াই বেরিয়ে যায়। পরের ট্রাকটির টুলবক্সে একটি মাল পান। খবর পেয়ে এমডি, প্রশাসন ব্যবস্থাপক, সিকিউরিটি অফিসার আসেন। পরদিন এমডি তাঁর অফিসে যেতে বলেন। অফিসে গেলে সিকিউরিটি অফিসারের রুমে বসতে বলেন। তখন সেখানে উপস্থিত ট্রাকচালক মোখলেস তাঁকে সাত-আটটি চড় মারেন।’
এ ঘটনার পর ট্রাকচালক মোখলেসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ট্রাকচালকেরা ট্রাক চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে ওই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
এমডি মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান, এ ঘটনা তিনি পুলিশকে জানাননি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচালক মোখলেস চট্টগ্রামের পথে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। সিবিএ সভাপতি আব্বাস আলী বলেন, চিনিকলের ইঞ্জিনিয়ার ও ফোরম্যান জানান, এই পাম্পটি তাঁদের মিলের নয়।
জানা গেছে, চুরি হওয়া এসব মালামাল মিলের পরিবহন প্রকৌশল বিভাগের দায়িত্বে থাকে। ওই বিভাগের ব্যবস্থাপক এ কে এম কামরুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি এমডি স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে রাজি হননি।
এদিকে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ফুয়েল পাম্প খুলে চুরির ঘটনা তদন্তে কার্যত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও গতকাল বৃহস্পতিবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এমডি মোহাম্মদ খবিরউদ্দিন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪