ফরিদপুর সংবাদদাতা
অব্যাহত লোকসানের মুখে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ২০২০ সালে রাজশাহী ও ফরিদপুর—এই দুটি চিনিকলও বন্ধের সিদ্ধান্ত হয়। গত ৪৬ বছরে এই চিনিকলের লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ টাকা। তবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এই শিল্পপ্রতিষ্ঠানটির সঙ্গে কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে পাঁচ বছরের একটি রোডম্যাপ প্রণয়ন করে।
এর মধ্যে প্রতিবন্ধকতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে লোকসানের দায় থেকে লাভজনক করে তুলতে হবে। কর্তৃপক্ষ এখন সে চেষ্টাই চালাচ্ছে জোরেশোরে। গত মৌসুমে আখের অভাবে মাত্র এক মাস ১০ দিন চলেছিল আখমাড়াই। এবার মৌসুমের চার মাসই আখমাড়াইয়ের চিন্তাভাবনা রয়েছে, সেভাবেই আখচাষিদেরও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির কথা উঠেছিল, সে ব্যাপারেও শক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের নিরাপত্তা বাড়াতে সার্চলাইট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে মাঝমধ্যে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায়, আর মিল থেকে যাতে কোনোভাবেই যন্ত্রাংশ বের করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
এত প্রস্তুতির মধ্যেই গত ২৯ নভেম্বর রাতে ফরিদপুর চিনিকল থেকে চট্টগ্রামে সালফার আনতে যাওয়া ট্রাক থেকে একটি ফুয়েল পাম্প উদ্ধার করে মেইন গেটের সিকিউরিটি গার্ডরা।
মেইন গেটের সিকিউরিটি গার্ড আ. রহমান বলেন, তিনটি ট্রাক চট্টগ্রামে সালফার আনতে যায়, যার একটি চেক ছাড়াই বেরিয়ে যায়। পরের ট্রাকটির টুলবক্সে একটি মাল পান। খবর পেয়ে এমডি, প্রশাসন ব্যবস্থাপক, সিকিউরিটি অফিসার আসেন। পরদিন এমডি তাঁর অফিসে যেতে বলেন। অফিসে গেলে সিকিউরিটি অফিসারের রুমে বসতে বলেন। তখন সেখানে উপস্থিত ট্রাকচালক মোখলেস তাঁকে সাত-আটটি চড় মারেন।’
এ ঘটনার পর ট্রাকচালক মোখলেসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ট্রাকচালকেরা ট্রাক চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে ওই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
এমডি মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান, এ ঘটনা তিনি পুলিশকে জানাননি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচালক মোখলেস চট্টগ্রামের পথে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। সিবিএ সভাপতি আব্বাস আলী বলেন, চিনিকলের ইঞ্জিনিয়ার ও ফোরম্যান জানান, এই পাম্পটি তাঁদের মিলের নয়।
জানা গেছে, চুরি হওয়া এসব মালামাল মিলের পরিবহন প্রকৌশল বিভাগের দায়িত্বে থাকে। ওই বিভাগের ব্যবস্থাপক এ কে এম কামরুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি এমডি স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে রাজি হননি।
এদিকে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ফুয়েল পাম্প খুলে চুরির ঘটনা তদন্তে কার্যত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও গতকাল বৃহস্পতিবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এমডি মোহাম্মদ খবিরউদ্দিন।
অব্যাহত লোকসানের মুখে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ২০২০ সালে রাজশাহী ও ফরিদপুর—এই দুটি চিনিকলও বন্ধের সিদ্ধান্ত হয়। গত ৪৬ বছরে এই চিনিকলের লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ টাকা। তবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এই শিল্পপ্রতিষ্ঠানটির সঙ্গে কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে পাঁচ বছরের একটি রোডম্যাপ প্রণয়ন করে।
এর মধ্যে প্রতিবন্ধকতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে লোকসানের দায় থেকে লাভজনক করে তুলতে হবে। কর্তৃপক্ষ এখন সে চেষ্টাই চালাচ্ছে জোরেশোরে। গত মৌসুমে আখের অভাবে মাত্র এক মাস ১০ দিন চলেছিল আখমাড়াই। এবার মৌসুমের চার মাসই আখমাড়াইয়ের চিন্তাভাবনা রয়েছে, সেভাবেই আখচাষিদেরও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির কথা উঠেছিল, সে ব্যাপারেও শক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের নিরাপত্তা বাড়াতে সার্চলাইট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে মাঝমধ্যে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায়, আর মিল থেকে যাতে কোনোভাবেই যন্ত্রাংশ বের করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
এত প্রস্তুতির মধ্যেই গত ২৯ নভেম্বর রাতে ফরিদপুর চিনিকল থেকে চট্টগ্রামে সালফার আনতে যাওয়া ট্রাক থেকে একটি ফুয়েল পাম্প উদ্ধার করে মেইন গেটের সিকিউরিটি গার্ডরা।
মেইন গেটের সিকিউরিটি গার্ড আ. রহমান বলেন, তিনটি ট্রাক চট্টগ্রামে সালফার আনতে যায়, যার একটি চেক ছাড়াই বেরিয়ে যায়। পরের ট্রাকটির টুলবক্সে একটি মাল পান। খবর পেয়ে এমডি, প্রশাসন ব্যবস্থাপক, সিকিউরিটি অফিসার আসেন। পরদিন এমডি তাঁর অফিসে যেতে বলেন। অফিসে গেলে সিকিউরিটি অফিসারের রুমে বসতে বলেন। তখন সেখানে উপস্থিত ট্রাকচালক মোখলেস তাঁকে সাত-আটটি চড় মারেন।’
এ ঘটনার পর ট্রাকচালক মোখলেসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন ট্রাকচালকেরা ট্রাক চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে ওই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
এমডি মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান, এ ঘটনা তিনি পুলিশকে জানাননি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচালক মোখলেস চট্টগ্রামের পথে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। সিবিএ সভাপতি আব্বাস আলী বলেন, চিনিকলের ইঞ্জিনিয়ার ও ফোরম্যান জানান, এই পাম্পটি তাঁদের মিলের নয়।
জানা গেছে, চুরি হওয়া এসব মালামাল মিলের পরিবহন প্রকৌশল বিভাগের দায়িত্বে থাকে। ওই বিভাগের ব্যবস্থাপক এ কে এম কামরুল হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি এমডি স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে রাজি হননি।
এদিকে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ফুয়েল পাম্প খুলে চুরির ঘটনা তদন্তে কার্যত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও গতকাল বৃহস্পতিবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এমডি মোহাম্মদ খবিরউদ্দিন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে