Ajker Patrika

৫ ইউপিতে ভোট কাল

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৫৫
৫ ইউপিতে ভোট কাল

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউপি ও মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ধানীসাফা, দাউদখালী ও টিকিকাটা ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

ভান্ডারিয়ার ইকড়ি ইউপিতে মোট ১৮ হাজার ২২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২১১ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ১৬ জন। ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে।

ওই ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন। তাঁরা হলেন শহিদুল আলম, সাবেক চেয়ারম্যান তানভির হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, হুমায়ূন কবির ও সালমান রহমান। এ ছাড়া সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন।

এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রার্থী, ভোটার এবং ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা–কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে।

ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে আইন–শৃঙ্খলা বাহিনী কাজ করবে।

এদিকে, মঠবাড়িয়ার চারটি ইউপির মধ্যে বড়মাছুয়া ও ধানীসাফায় ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। বাকি দুই ইউপি দাউদখালী ও টিকিকাটায় ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

উপজেলায় মোট ৪০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ জনই স্বতন্ত্র প্রার্থী। চারটি ইউপিতে নৌকা প্রতীকের ৪ জন ও হাতপাখা প্রতীকের ৪ জন ছাড়াও লাঙল প্রতীকে ১ জন ও বাইসাইকেল প্রতীকে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে বিভিন্ন ইউপিতে নৌকা প্রতীকের কর্মী–সমর্থকদের বিরুদ্ধে হাতপাখা, লাঙল, বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী–সমর্থকদের মারধর, প্রচারে বাঁধা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রার্থীরা নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

মঠবাড়িয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত