Ajker Patrika

শখের কবুতরে স্বাবলম্বী ফাহিম, অন্যের প্রেরণা

এ. জে লাভলু, বড়লেখা (মৌলভীবাজার) 
আপডেট : ২৮ মে ২০২২, ১০: ১২
শখের কবুতরে স্বাবলম্বী ফাহিম, অন্যের প্রেরণা

এসএসসি পাস করে কলেজে ভর্তি হন মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা মো. শাহরিয়ার ফাহিম। শখের বশে কয়েক জোড়া কবুতর কিনে লালন-পালন করেন। তারপর বাণিজ্যিকভাবে কবুতর পালনের চিন্তা করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। কবুতর পালন করে হয়েছেন স্বাবলম্বী।

ফাহিম শুধু কবুতরই পালন করছেন না, তাঁর খামারে এখন বিভিন্ন জাতের পাখি রয়েছে। তাঁর একটি পাখির খাদ্যের দোকানও রয়েছে। পাখি ও খাদ্য বিক্রি করে ফাহিম প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন। ফাহিমকে দেখে উপজেলার অনেক তরুণ অনুপ্রাণিত হচ্ছেন। তাঁরাও এখন কবুতর পালনের 
প্রতি ঝুঁকছেন।

ফাহিম বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মো. আব্দুল মতিনের ছেলে। তিনি ভাই-বোনের মধ্যে সবার বড়। বড়লেখা সরকারি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

ফাহিমের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর খামারে বর্তমানে ২০ জাতের কবুতর ও বিভিন্ন প্রজাতির আট জাতের পাখি রয়েছে। এর মধ্যে ফেনসি, রেসার, গিরিবাজ কবুতরের চাহিদা সবচেয়ে বেশি। অন্য পাখিগুলোর মধ্যে বাজরিগর, ককাটিয়েল, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির বেশ চাহিদা আছে। এক জোড়া কবুতরের দাম ১ হাজার ৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে রেসার কবুতর সর্বোচ্চ ২০ হাজার টাকায় বিক্রি হয়।

ফাহিম বলেন, ‘বর্তমানে খামারে ২০ জাতের কবুতর ও বিভিন্ন প্রজাতির আট জাতের পাখি রয়েছে। ২০২০ ও ২০২১ সালে সিলেট বিভাগীয় পর্যায়ে কবুতর রেসে ঢাকা ভৈরব থেকে ১৫০ কিলোমিটার আকাশপথে অংশ নিয়ে পুরস্কার পেয়েছি। এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথমে পরিবারের কেউ চাইত না কবুতর পালন করি। কিন্তু এখন কেউ আর বাধা দেয় না।’

ফাহিম আরও বলেন, ‘এখন আমাকে দেখে অনেকে পাখি পালনে আগ্রহী হচ্ছেন। অনেকে আমার কাছ থেকে পাখি নিচ্ছেন। বিভিন্ন পরামর্শ নিচ্ছেন।’ 
ফাহিম বলেন, ‘পরিশ্রম করলে যে কেউ সফলতা অর্জন করতে পারবেন। আমাদের সমাজের অনেকে আছেন, যাঁরা সব সময় চাকরির পেছনে ছুটছেন। তাঁদের উচিত চাকরির পেছনে না ছুটে ভালো কোনো কাজে লেগে থাকা। তাহলে সফলতা আসবেই।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘ফাহিমের মতো এখনকার তরুণেরা যদি লেখাপড়ার পাশাপাশি গবাদিপশু-পাখি পালন করেন, তাহলে দেশে বেকারত্ব কমবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত