Ajker Patrika

জামিনে বেরিয়ে এসে বাদী ও সাক্ষীদের ওপর হামলা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩: ১১
জামিনে বেরিয়ে এসে বাদী ও সাক্ষীদের ওপর হামলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতবাড়িতে হামলা ও মারধরের মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদী ও সাক্ষীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে হামলার শিকার ফাতেমা আক্তার গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গত ফেব্রুয়ারি মাসে বারবারিয়া ইউনিয়নের বারা গ্রামের বাড়িতে ঢুকে ফাতেমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে মারধর করেন প্রতিবেশী হাবিবুল্লাহ (২৬), আব্দুল খালেক (১৯) ও তাঁদের স্বজনেরা। পরে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেন হামলাকারীরা। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত ১৪ এপ্রিল ময়মনসিংহ আদালতে মামলা করেন। পরে গফরগাঁও থানা-পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় সাক্ষী হয়েছিলেন ফাতেমা আক্তারের জা (দেবর পত্নী) মারুফা আক্তার ও শামছুন নাহার। এতে ক্ষিপ্ত হয়ে জামিনে বেরিয়ে আসামি হাবিবুল্লাহ ও তাঁর স্বজনেরা বাদী ও সাক্ষীদের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় বাদী ও সাক্ষীদের জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার রাতে গফরগাঁও থানায় জিডি করেন গৃহবধূ ফাতেমা আক্তার।

বাদী ও সাক্ষীদের জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার রাতে গফরগাঁও থানায় জিডি করেন গৃহবধূ ফাতেমা আক্তার। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মামলা তুলে নিতে হত্যার হুমকির পর গত রোববার সকালে বাদী ও সাক্ষীদের ওপর হামলা করেন আসামি হাবিবুল্লাহ ও তাঁর স্বজনেরা। এ সময় বসতঘরের লোকজন প্রতিবেশীদের কাছে সাহায্য চান।

প্রতিবেশীরা তাঁদের উদ্ধার এবং হামলায় আহত ফাতেমা আক্তারের বোনের ছেলে রাসেল মিয়াকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।

এদিকে আসামিদের ভয়ে মামলার বাদী ফাতেমা ও সাক্ষী মারুফা ও শামছুন নাহার গফরগাঁও পৌর এলাকায় আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘এসব ঘটনায় ফাতেমা আক্তার নামে এক নারী থানায় জিডি করেছেন। পুলিশ তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত