Ajker Patrika

দাকোপে কুমির-আতঙ্ক বিপাকে জেলেরা

দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে কুমির-আতঙ্ক বিপাকে জেলেরা

খুলনার দাকোপে বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমিরের আনাগোনা বেড়ে গেছে। কুমিরের আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে এলাকাজুড়ে কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে জেলে পরিবারগুলো বিপাকে পড়েছে। অনেক পরিবারেরই অর্ধাহারে-অনাহারে দিন কাটছে।

ৎস্থানীয় সূত্র বলেছে, বছরের এই সময়টায় দাকোপের পশুর, চুনকুড়ি, ভদ্রা, ঢাকী, শিবসা, সুতারখালীসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি দাকোপ উপজেলার কালাবগীর ফকিরকোনা এলাকায় কুমিরের আক্রমণে নিহত হন খায়রুল ইসলাম মোড়ল নামের এক ব্যক্তি। এর আগে গত বছর কয়েকটি গরু-ছাগল কুমিরের পেটে গেছে।

কালাবগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, এখন কুমিরের প্রজনন মৌসুম। এ সময় কুমির একটু বেপরোয়া থাকে। কাজেই এখন যেন কেউ নদীতে না নামে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

কালাবগীর ফকিরকোনা এলাকার রবিউল ইসলাম মোড়ল বলেন, দাকোপের সুতারখালী ইউনিয়নের দক্ষিণের শেষ জনপদ কালাবগীর বিচ্ছিন্ন একটি এলাকা ফকিরকোনা। এই এলাকার এক পাশে সুতারখালী নদী, আরেক পাশে শিবসা নদী। অপর প্রান্তে সুন্দরবন। এই এলাকার মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। বনে পাস বা পারমিট বন্ধের সময় নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান তাঁরা। কিন্তু প্রায়ই সুতারখালী ও শিবসা নদীতে কুমির ভাসছে।

সুন্দরবনঘেঁষা নদ-নদীতে বেড়েছে কুমিরের আনাগোনা। সম্প্রতি কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন একজনরবিউল বলেন, সম্প্রতি তাঁর চাচাতো ভাই খায়রুল ইসলাম মোড়ল সুতারখালী নদীতে মাছ ধরার সময় কুমির তাঁকে টেনে নিয়ে যায়। দুদিন পর তাঁর লাশ ভেসে ওঠে। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। খায়রুলের মৃত্যুর পর কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ নদীতে নামছে না।

ঢাংমারী এলাকার রাজু হাওলাদার বলেন, গত বছর ঢাংমারী নদীতে গোসল করার সময় তাঁর পায়ে কামড় বসায় কুমির। বুদ্ধি করে কুমিরের চোখে আঙুলের খোঁচা দিলে কুমির তাঁকে ছেড়ে দেয়। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। কুমিরটিও তাঁর পিছু পিছু ডাঙায় উঠে এসেছিল।

তেলীরকোনা এলাকার জেলে হাসেম শেখ বলেন, নদীতে কুমিরের ভয়ে মাছ ধরতে পারছেন না। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবারের মুখে কীভাবে খাবার জোগাবেন, তা ভেবে পাচ্ছেন না।

সুতারখালী ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য নিমাই রায় বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন বন্ধ থাকায় এমনিতেই স্থানীয় পরিবারগুলোয় অভাব লেগে আছে। তার ওপর কুমিরের আনাগোনা যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে; বিশেষ করে জেলে পরিবারগুলো চরম বিপদে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত