সোহেল মারমা, চট্টগ্রাম
চট্টগ্রামে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্ন সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। আর ছোট ভাই শিবির ক্যাডারের বিরুদ্ধে বিদেশে পলাতক চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খানের হয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
তাঁরা দুজন হলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও ছোট ভাই বেলাল উদ্দিন মুন্না। জসিম ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বেলাল উদ্দিন মুন্না দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে দুই ভাই এলাকায় আলোচিত। বেলাল উদ্দিন মুন্না তাঁর বড় ভাইয়ের লাইসেন্স করা শটগান দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। আর জসিমের বিরুদ্ধে মুন্নাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। জসিম নিজেও লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি ছুড়ে বিভিন্ন সময় এলাকায় আতঙ্ক তৈরি করে আধিপত্য ধরে রেখেছেন।
গত ১ আগস্ট চালিতাতলী এলাকায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে লাইসেন্স করা শটগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে জসিমের বিরুদ্ধে। ওই ঘটনার পর জসিমের অস্ত্র জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ওই দিন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি রিকশা, অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ বিরোধে জড়ায় বলে অভিযোগ উঠে। ঘটনার দিন জসীম উদ্দিন পরে তাঁর এলাকায় লাইসেন্স করা শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়।
অন্যদিকে চাঁদা না পেয়ে গত ২০ জুলাই একটি ফোম কারখানায় পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় বেলাল উদ্দিন মুন্না তাঁর এক সহযোগীসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। তানভীর আলম নামে ভুক্তভোগী ব্যবসায়ী বায়েজিদ থানায় এই মামলাটি করেন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র অপব্যবহারের অভিযোগ পেয়ে ইতিমধ্যে পুলিশ জসীম উদ্দিনের অস্ত্রটি জব্দ করেছে। এ ছাড়া বেলাল উদ্দিন মুন্নাকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন বলেন, শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী বেলাল উদ্দিন মুন্না ও নাজিম উদ্দিন হিরু। এরা মূলত সাজ্জাদের হয়ে এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন।
নগর গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, চাঁদাবাজির ঘটনায় বেলাল উদ্দিন মুন্না ও নাজিম উদ্দিন হিরু মূলত আড়ালে থাকে। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্যরা থাকেন। ওদের একটি গ্রুপ রয়েছে।
চট্টগ্রামে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্ন সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। আর ছোট ভাই শিবির ক্যাডারের বিরুদ্ধে বিদেশে পলাতক চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খানের হয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
তাঁরা দুজন হলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও ছোট ভাই বেলাল উদ্দিন মুন্না। জসিম ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বেলাল উদ্দিন মুন্না দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে দুই ভাই এলাকায় আলোচিত। বেলাল উদ্দিন মুন্না তাঁর বড় ভাইয়ের লাইসেন্স করা শটগান দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। আর জসিমের বিরুদ্ধে মুন্নাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। জসিম নিজেও লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি ছুড়ে বিভিন্ন সময় এলাকায় আতঙ্ক তৈরি করে আধিপত্য ধরে রেখেছেন।
গত ১ আগস্ট চালিতাতলী এলাকায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে লাইসেন্স করা শটগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে জসিমের বিরুদ্ধে। ওই ঘটনার পর জসিমের অস্ত্র জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ওই দিন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি রিকশা, অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ বিরোধে জড়ায় বলে অভিযোগ উঠে। ঘটনার দিন জসীম উদ্দিন পরে তাঁর এলাকায় লাইসেন্স করা শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়।
অন্যদিকে চাঁদা না পেয়ে গত ২০ জুলাই একটি ফোম কারখানায় পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় বেলাল উদ্দিন মুন্না তাঁর এক সহযোগীসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। তানভীর আলম নামে ভুক্তভোগী ব্যবসায়ী বায়েজিদ থানায় এই মামলাটি করেন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র অপব্যবহারের অভিযোগ পেয়ে ইতিমধ্যে পুলিশ জসীম উদ্দিনের অস্ত্রটি জব্দ করেছে। এ ছাড়া বেলাল উদ্দিন মুন্নাকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন বলেন, শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী বেলাল উদ্দিন মুন্না ও নাজিম উদ্দিন হিরু। এরা মূলত সাজ্জাদের হয়ে এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন।
নগর গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, চাঁদাবাজির ঘটনায় বেলাল উদ্দিন মুন্না ও নাজিম উদ্দিন হিরু মূলত আড়ালে থাকে। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্যরা থাকেন। ওদের একটি গ্রুপ রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪