Ajker Patrika

বিল বকেয়া থাকায় বন্ধ জন্ম নিবন্ধন সংশোধন কার্যক্রম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিল বকেয়া থাকায় বন্ধ জন্ম নিবন্ধন সংশোধন কার্যক্রম

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় জন্মনিবন্ধন সংশোধন কার্যক্রম এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার জন্মনিবন্ধন সংশোধন ফি বাবদ প্রায় সাড়ে ১০ লাখ টাকার বিল বকেয়া রয়েছে। এ জন্য কেন্দ্রীয়ভাবে পৌরসভার জন্মনিবন্ধন সংশোধন সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া সার্ভারে সমস্যা থাকায় দু-তিন দিন ধরে জন্মনিবন্ধন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

ভুক্তভোগী শামিনুর রহমান বলেন, ‘১৫ নভেম্বর আমার ভাতিজির জন্মনিবন্ধন সংশোধনের জন্য আবেদন করি। পরে পৌরসভা থেকে বলা হয়, উপজেলায় গিয়ে আবেদনটি অনুমোদন করিয়ে আনার জন্য। উপজেলায় যাওয়ার পর তাঁরা বলেন, পৌরসভার জন্মনিবন্ধন সংশোধন সার্ভার বন্ধ রয়েছে। এরপর থেকে পৌরসভা ও উপজেলায় ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি।’

আরেক ভুক্তভোগী বাদশা মিয়া বলেন, ‘গত সোমবার আমার দুই মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য জন্মনিবন্ধন সনদ করাতে পৌরসভায় গিয়েছিলাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন সার্ভারে সমস্যা হচ্ছে, এ জন্য জন্মনিবন্ধন হবে না। আমাকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে তিন-চার দিন পৌরসভায় গিয়েও আমার কাজ হয়নি। ফলে আমরা হয়রানির শিকার হচ্ছি।’

পৌরসভার সচিব হেলাল উদ্দিন বলেন, সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় জন্মনিবন্ধনের কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ হয়নি। তবে সংশোধন আবেদনের জন্য আমরা জগন্নাথপুরের ইউএনও কার্যালয়ে পাঠালে তাঁরা কাজ করছেন না।আমাদের কোনো বকেয়া নেই।’

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, পৌরসভার জন্মনিবন্ধন সংশোধন কার্যক্রম ফি বাবদ ১০ লাখ ৩২ হাজার ৯২৬ টাকা বকেয়া রয়েছে। ফলে কেন্দ্রীয়ভাবে সংশোধনী সার্ভার বন্ধ রয়েছে। তবে এখন থেকে সুনামগঞ্জ জেলার অধীনে যেসব পৌরসভা রয়েছে, সেগুলোর সংশোধনী আবেদন জেলার স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএলজি) অনুমোদন করবেন।

সুনামগঞ্জের স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএলজি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে এবং বকেয়া বিল পৌরসভাকেই পরিশোধ করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত