Ajker Patrika

নিজের ভোটের হদিস পেতে হয়রান রবিউল

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২১
নিজের ভোটের হদিস পেতে হয়রান রবিউল

সপ্তম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও পাননি ৯ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা। নিজে ভোট দিলেও ফলাফল শিটে ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়েছে।

জানা গেছে, গত সোমবার কুসুম্বা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। ভোটের দিন কেন্দ্রে নিজের এজেন্টও ছিল। কিন্তু ভোট গণনা করে দেখা যায়, রবিউল একটি ভোটও পাননি।

ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানার তালা প্রতীকে একটি ভোটও পড়েনি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূপেন চন্দ্র মণ্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩ ভোট, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট এবং ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানা বলেন, ‘আমি, আমার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ আত্মীয়স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের ভোট কোথায় গেল? আমার কর্মী-সমর্থক ও এজেন্টদের ভোট কোথায় গেল? তাঁরা কেউই কি আমাকে ভোট দেননি? ভালো কথা, তাহলে আমার নিজের ভোটটি গেল কোথায়?’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাই ভালো বলতে পারবেন। তবে প্রার্থী চাইলে এ ব্যাপারে আদালতের আশ্রয় নিতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত