বাঁধ ভেঙে খেতে পানি, বোরো চাষ নিয়ে শঙ্কা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮: ৫৮

যশোরের কেশবপুরে মাছের ঘেরের বাঁধ ভেঙে সদ্য রোপণ করা বোরো ধানের খেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল বুড়ুলিয়ায় এ ঘটনা ঘটে। ধানের চারা পানির নিচে চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বাকি জমিতে ধানের আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, বোরো ধান আবাদ করার জন্য সুফলাকাটির বিভিন্ন মাছের ঘেরের পানি সেচ দিয়ে বুড়ুলি খালে ফেলা হচ্ছিল। কিন্তু খাল দিয়ে পানি ঠিকভাবে প্রবাহিত হতে পারছিল না। রোববার রাতে খালসংলগ্ন মেজবাউদ্দিন মিল্টনের ঘেরের বাঁধ ভেঙে জমিতে পানি ঢোকে। এতে প্রায় ৪০ বিঘায় রোপণ করা বোরো ধানের খেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। অধিকাংশ জমি বোরো আবাদের জন্য প্রস্তুত করছিলেন স্থানীয় কৃষকেরা। এখন পানিতে জমি তলিয়ে যাওয়ায় একমাত্র ফসল বোরো আবাদ করা নিয়ে তাঁরা শঙ্কিত হয়ে পড়েছেন।

বিলে বোরো আবাদ করা সারুটিয়া গ্রামের কৃষক নাজমুল হোসেন বলেন, বুড়ুলি বিলে তিনি সাড়ে তিন বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন পানি ঢুকে খেত তলিয়ে গেছে। এ পানি বের না হলে খেতে এবার আর ফসল হবে না।

আরেক কৃষক কলাগাছি গ্রামের ইসরাফিল হোসেন বলেন, তিনি বিলে ১২ কাঠা জমিতে বোরো ধান আবাদের জন্য প্রস্তুত করেছিলেন। ওই খেত পানিতে তলিয়ে যাওয়ায় আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাছের ঘেরের মালিক মেজবা জানান, খালের পানির চাপে তাঁর ঘেরের বাঁধ ভেঙে যায়। এতে করে বিলের নালায় থাকা মাছ বের হয়ে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কথা হলে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান বলেন, ওই বিলের ২২০ বিঘা জমির মধ্যে প্রায় ৪০ বিঘায় কৃষকেরা বোরো আবাদ করেছিলেন। বিল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কথা হলে সুফলাকাটিতে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জি এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিলের কৃষকদের সঙ্গে কথা হয়েছে। পানির নিচে ৩-৪ দিন থাকলে ধানগাছ নষ্ট হয়ে যাবে।

কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘এ বিষয়ে শুনেছি। ঘেরমালিকের সঙ্গে কথা বলে অতি দ্রুত পানি সেচের উদ্যোগ নিতে বলা হবে, যাতে কৃষকেরা ওই বিলে বোরো আবাদ করতে পারেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত