Ajker Patrika

নিজের ২০০ গাছ কাটেন বিদেশফেরত এরশাদ

ফয়সাল পারভেজ, মাগুরা
নিজের ২০০ গাছ কাটেন বিদেশফেরত এরশাদ

ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন ওমান। কিন্তু অভাব পিছু ছাড়ে না কিছুতেই। তবে বিদেশে পাড়ি দেওয়ার আগে করেছিলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাবার পাঁচ বিঘা জমিতে রোপণ করে যান ২০০ খেজুর গাছের চারা। আর এতেই আজ ভাগ্য বদলেছে মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়িয়ার এরশাদ হোসেন শাহীনের। শীত মৌসুমে খেজুরের গুড় বিক্রি করে তাঁর আয় প্রায় তিন লাখ টাকা।

গত শুক্রবার ভোরে এরশাদ খেজুর বাগানে দেখা যায় এক অন্য রকম পরিবেশ। খেজুরগাছগুলো চাষাবাদের জমির মাঝখানে অবস্থিত। চারদিকে শত শত একর ফাঁকা চাষের জমি। এর মাঝে শাহীনের খেজুর বাগান।

খেজুরগাছগুলোর বয়স ১৫ বছরের বেশি হয়েছে জানিয়ে এরশাদ হোসেন শাহীন বলেন, বিদেশে যাওয়ার সময় এই জমি কাজে লাগাতে চান। একটু উঁচু জমি হওয়াতে ধান বা পাট এখানে চাষ করা যেত না। তাই খেজুরগাছ রোপণ করেন। অল্প কিছু গাছ তাঁর স্বজনেরা রোপণ করেন। পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে দেখেন গাছগুলো বড় হয়ে গেছে। এরপর নিজেই গাছ বাছাই করেন, রস সংগ্রহ করেন।

প্রতিদিন প্রায় দুই হাজার টাকার রস বিক্রি করেন। বাকি রস গুড় তৈরিতে লাগে। প্রতিদিন মোট চার হাজার টাকার মতো আয় হয়। খরচ বাদ দিলে তিন হাজার টাকা থাকে। প্রতি কেজি গুড় ৪০০ টাকা করে বিক্রি করেন। রস বিক্রি হয় ১০০ টাকা কেজি দরে।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী পরিচালক শাহী রফিকুজ্জামান বলেন, নিজস্ব জমিতে খেজুরের বাগান খুব কম দেখা যায়। এ বাগানটি তাঁর দেখা হয়নি। সময় পেলে দেখবেন। আরও ভালোভাবে কাজ করলে বেশি মুনাফা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত