আজকের পত্রিকা ডেস্ক
কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল শনিবার উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোট নেওয়া হয়। স্থানীয় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এতে ভোট দেন।
কুড়িগ্রাম: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী পেয়েছেন ৪৬৮ ভোট। জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় তিনি পদত্যাগ করছিলেন। কিন্তু আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন তিনি পুরোনো পদেও ফিরতে পারলেন না।
সিরাজগঞ্জ: শামীম তালুকদার লাবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। তিনি জিপগাড়ি প্রতীকে ৬৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট। শামীম সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।
হবিগঞ্জ: আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলেয়া আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট। আলেয়া হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া: ঘোড়া প্রতীকের বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর কোনো রাজনৈতিক পদ-পদবি নেই। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল শনিবার উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোট নেওয়া হয়। স্থানীয় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এতে ভোট দেন।
কুড়িগ্রাম: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী পেয়েছেন ৪৬৮ ভোট। জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় তিনি পদত্যাগ করছিলেন। কিন্তু আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন তিনি পুরোনো পদেও ফিরতে পারলেন না।
সিরাজগঞ্জ: শামীম তালুকদার লাবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। তিনি জিপগাড়ি প্রতীকে ৬৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট। শামীম সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।
হবিগঞ্জ: আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলেয়া আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট। আলেয়া হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া: ঘোড়া প্রতীকের বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর কোনো রাজনৈতিক পদ-পদবি নেই। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪