Ajker Patrika

দেওয়ানগঞ্জে তিন ইউপি নির্বাচন আজ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩১
দেওয়ানগঞ্জে তিন ইউপি নির্বাচন আজ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আজ সোমবার। গতকাল নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে গত ৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের এক আদেশের কারণে নির্বাচন স্থগিত করা হয়।

অপরদিকে ষষ্ঠ ধাপে উপজেলার ডাংধরা ও হাতীভাংগা ইউপিতে ভোট হয় গত ৫ ই জানুয়ারি। তবে সেদিন ডাংধরা ইউনিয়নের চেংটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও হাতীভাংগা ইউনিয়নের আমখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়ম ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ভোট কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। এসব স্থগিত কেন্দ্র দুটিরও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন জানান, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও ডাংধরা, হাতীভাঙ্গা ইউনিয়নে স্থগিতকৃত দুটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত