ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেট আওয়ামী লীগ বর্তমানে দুটি বলয়ে বিভক্ত। একটি ‘প্রবাসী’, আরেকটি ‘স্থানীয়’। জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, বলয়ভিত্তিক নেতাদের বিরোধ ততই প্রকাশ্যে আসছে। সম্প্রতি রেজিস্টারি মাঠে এক সমাবেশে সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছাত্র-যুবলীগের জেলা ও মহানগরের কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের বাদ দিয়ে করা হয়। সর্বশেষ জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ‘প্রবাসী’বলয়ের নেতা আনোয়ারুজ্জামানের অনুসারীরাই বেশি পদ পেয়েছেন। এসব বিষয়কে দুই বলয়ের প্রভাবের রাজনীতির অংশ হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী জানান, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে এসেই দলীয় মনোনয়ন বাগিয়ে নেন। এ নিয়ে অন্য মনোনয়নপ্রত্যাশীরা ভেতরে-ভেতরে ক্ষুব্ধ। বিষয়টি স্থানীয় অন্য নেতা-কর্মীদেরও ভাবিয়ে তোলে। এতেই দুটি বলয়ে বিভক্ত হয় সিলেট আওয়ামী লীগ।
বর্তমানে একটি বলয়ের নেতৃত্বে আছেন জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক। অপরটিতে আছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিব। আনোয়ার-হাবিবের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।
দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচন ও সিটি নির্বাচনে বিরোধী হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় সহজেই জয় পায় ক্ষমতাসীনেরা। অন্তঃন্দলে জর্জরিত সিলেট আওয়ামী লীগের দলীয় সক্ষমতা ও জনপ্রিয়তা পরীক্ষার তেমন সুযোগ হয়নি। তবে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর প্রবাসীবলয়ের প্রভাব বাড়ছে। দলীয় মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, সেটিও এখনো কমেনি। বরং জাতীয় নির্বাচন সামনে রেখে নেতায়-নেতায় দ্বন্দ্ব বাড়ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনের মাসখানেক পর গত ১৮ জুলাই নগরের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে এমপি হাবিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে। অভিযোগ ওঠে, এমপি হাবিব নগর সম্পাদক জাকিরের সঙ্গে অসদাচরণ ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। পরে ৩০ জুলাই মহানগর আওয়ামী লীগের সাধারণ সভায় উপস্থিত নেতারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এমপি হাবিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি কেন্দ্রে একটি চিঠি পাঠানো হয়। গত রোববার ওই চিঠির অনুলিপি সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তরেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এ রকম কিছু হয়নি। মহানগরের সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন। বলয় বা গ্রুপিং করি না। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
দলীয় বলয় প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘কোনো গ্রুপিংয়ের রাজনীতিতে বিশ্বাস করি না। বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর কন্যার নেতৃত্বে রাজনীতি করি। যারা বলয় সৃষ্টি করে, তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে করে। আমি এসব নীতির বিরোধী।’
এমপি হাবিব প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক রীতি-নীতির মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপও করেছি। এগুলো সাংগঠনিক বিষয়। গণমাধ্যমে বলা ঠিক না।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ‘এমপি হাবিব ও মেয়র আনোয়ারুজ্জামান দলের জন্য ইতিবাচক চিন্তা করবেন। গ্রুপিং বা নিজের আধিপত্যের দিকে কম প্রাধান্য দেবেন। কেননা, সবাই মিলেই তাঁদের নির্বাচিত করেছে। তাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করলে ভালো হবে।’
গ্রুপিংয়ের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগে কোনো গ্রুপিং বা বলয় নেই। সবাই ঐক্যবদ্ধ। গ্রুপিং প্রতিরোধে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
সিলেট আওয়ামী লীগ বর্তমানে দুটি বলয়ে বিভক্ত। একটি ‘প্রবাসী’, আরেকটি ‘স্থানীয়’। জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, বলয়ভিত্তিক নেতাদের বিরোধ ততই প্রকাশ্যে আসছে। সম্প্রতি রেজিস্টারি মাঠে এক সমাবেশে সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ছাত্র-যুবলীগের জেলা ও মহানগরের কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের বাদ দিয়ে করা হয়। সর্বশেষ জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ‘প্রবাসী’বলয়ের নেতা আনোয়ারুজ্জামানের অনুসারীরাই বেশি পদ পেয়েছেন। এসব বিষয়কে দুই বলয়ের প্রভাবের রাজনীতির অংশ হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী জানান, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে এসেই দলীয় মনোনয়ন বাগিয়ে নেন। এ নিয়ে অন্য মনোনয়নপ্রত্যাশীরা ভেতরে-ভেতরে ক্ষুব্ধ। বিষয়টি স্থানীয় অন্য নেতা-কর্মীদেরও ভাবিয়ে তোলে। এতেই দুটি বলয়ে বিভক্ত হয় সিলেট আওয়ামী লীগ।
বর্তমানে একটি বলয়ের নেতৃত্বে আছেন জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক। অপরটিতে আছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিব। আনোয়ার-হাবিবের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।
দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচন ও সিটি নির্বাচনে বিরোধী হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় সহজেই জয় পায় ক্ষমতাসীনেরা। অন্তঃন্দলে জর্জরিত সিলেট আওয়ামী লীগের দলীয় সক্ষমতা ও জনপ্রিয়তা পরীক্ষার তেমন সুযোগ হয়নি। তবে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর প্রবাসীবলয়ের প্রভাব বাড়ছে। দলীয় মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, সেটিও এখনো কমেনি। বরং জাতীয় নির্বাচন সামনে রেখে নেতায়-নেতায় দ্বন্দ্ব বাড়ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনের মাসখানেক পর গত ১৮ জুলাই নগরের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে এমপি হাবিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে। অভিযোগ ওঠে, এমপি হাবিব নগর সম্পাদক জাকিরের সঙ্গে অসদাচরণ ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। পরে ৩০ জুলাই মহানগর আওয়ামী লীগের সাধারণ সভায় উপস্থিত নেতারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এমপি হাবিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি কেন্দ্রে একটি চিঠি পাঠানো হয়। গত রোববার ওই চিঠির অনুলিপি সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তরেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এ রকম কিছু হয়নি। মহানগরের সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন। বলয় বা গ্রুপিং করি না। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
দলীয় বলয় প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘কোনো গ্রুপিংয়ের রাজনীতিতে বিশ্বাস করি না। বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর কন্যার নেতৃত্বে রাজনীতি করি। যারা বলয় সৃষ্টি করে, তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে করে। আমি এসব নীতির বিরোধী।’
এমপি হাবিব প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক রীতি-নীতির মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপও করেছি। এগুলো সাংগঠনিক বিষয়। গণমাধ্যমে বলা ঠিক না।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ‘এমপি হাবিব ও মেয়র আনোয়ারুজ্জামান দলের জন্য ইতিবাচক চিন্তা করবেন। গ্রুপিং বা নিজের আধিপত্যের দিকে কম প্রাধান্য দেবেন। কেননা, সবাই মিলেই তাঁদের নির্বাচিত করেছে। তাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করলে ভালো হবে।’
গ্রুপিংয়ের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগে কোনো গ্রুপিং বা বলয় নেই। সবাই ঐক্যবদ্ধ। গ্রুপিং প্রতিরোধে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪