Ajker Patrika

লিও-জিজির প্রেম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪২
লিও-জিজির প্রেম

এবার আর গুঞ্জন নয়, জানা গেল, সত্যিই প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জিজি হাদিদ। আর রাখঢাক নয়, বরং নানা জায়গায় দেখা মিলছে দুই তারকার। মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি যেতে হয়েছে মডেল জিজিকে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন অভিনেতা ডিক্যাপ্রিও।

গুঞ্জনের শুরু: এই মাসের শুরুতেই লিও-জিজিকে একসঙ্গে দেখা গিয়েছিল নিউইয়র্কের কাসা সিপরিয়ানিতে। ডাইনিং রুমে হাসিগল্পে মশগুল হয়ে পরস্পরের গা ঘেঁষে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁদের।

বয়সের তফাত: ৪৭ বছরের লিওর সঙ্গে প্রেমে মজেছেন ২৭ বছরের জিজি।

সাবেকদের গা জ্বলা: লিও-জিজিকে একসঙ্গে দেখে তেলে-বেগুনে জ্বলছেন দুজনেরই আগের পক্ষ। জিজির সাবেক প্রেমিক জাইন মালিক চান, প্রেম-প্রেম খেলা ছেড়ে জিজি আবার তাঁর সঙ্গে সম্পর্কে ফিরে আসবেন। ২০২১ সালে সম্পর্ক ভাঙে জাইন আর জিজির। এই জুটির ঘরে এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে লিওকে জিজির সঙ্গে দেখে ঈর্ষান্বিত ক্যামিলা। ২০১৭ সাল থেকে ক্যামিলা মরবোনের সঙ্গে প্রেম ছিল লিওর।

ব্যস্ততা: রোমান্টিক জীবনের বাইরে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন জিজি হাদিদ। সম্প্রতি নিজের নিটওয়্যার লাইন ‘গেস্ট ইন রেসিডেন্ট’ চালু করেছেন তিনি। এ বছর ‘নেক্সট ইন ফ্যাশন’-এ একজন সহ-উপস্থাপিকা হিসেবেও তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সময় নিয়েই সিনেমা করতে ভালোবাসেন লিও। বর্তমানে ‘কিলারস অব দ্য ফ্লোয়ার মুন’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত