Ajker Patrika

‘সোনাই মাধব’-এর ২০০তম মঞ্চায়ন

‘সোনাই মাধব’-এর ২০০তম মঞ্চায়ন

২০০তম মঞ্চায়নের মাইলফলক ছুঁতে যাচ্ছে লোক নাট্যদলের সাড়া জাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা মৈমনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’। আজ ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সোনাই মাধবের এই ২০০তম মঞ্চায়ন নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয়শিল্পী ও লোক নাট্যদলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয়েছে।

উল্লেখ্য, জাহিদুর রহমান পিপলু লোক নাট্যদলের অন্যতম সদস্য ছিলেন ও সোনাই মাধব নাটকের গ্রন্থিক, বাঘরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন। গত বছর ১৮ নভেম্বর প্রয়াত হন তিনি। অন্যদিকে, আসলাম শিহিরও দলের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন, যিনি দীর্ঘ সময় পর্যন্ত সোনাই মাধবের ‘মাধব’ চরিত্রে অভিনয় করেছেন। তিনিও গত ৩০ জানুয়ারি প্রয়াত হয়েছেন।

২০০তম মঞ্চায়নের আগে সোনাই মাধব নাটকে এযাবৎ যাঁরা অভিনয় করেছেন এবং নেপথ্যে বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ।

বাংলা ১৪০০ সালকে বরণ করা উপলক্ষে ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রথম মঞ্চে আসে সোনাই মাধব। ২০০৮ সালের ২১ নভেম্বর নাটকটির ১০০তম এবং ২৬ সেপ্টেম্বর ২০১৪ সালে ১৫০তম মঞ্চায়ন হয়। লোক নাট্যদল সোনাই মাধব প্রযোজনায় এ দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও পদাবলি কীর্তনের সংমিশ্রণে নিরীক্ষাধর্মী আঙ্গিকের প্রয়োগ করা হয়েছে। নাটকটি বাংলা লোকসংস্কৃতি ও প্রচলিত কথ্যসাহিত্যকে উপজীব্য করে গানে গানে উপস্থাপিত হয়েছে। গানগুলোর সুর করেছেন দীনেদ্র চৌধুরী, সংগীত আয়োজন করেছেন মোস্তফা আনোয়ার স্বপন, সংগীত সমন্বয় করেছেন অভিজিৎ চৌধুরী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত