ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গত শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার। তিনি বলেন, ‘গত শনিবার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেয়। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাঁদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তাঁরা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার থাকার পরেও গত শনিবার অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
নবজাতকের মা হেলেনা বলেন, ‘অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে আমার সন্তান মারা গেছে।’
নবজাতকের বাবা উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের বাসিন্দা রিকশাচালক সাবু হাওলাদার। তিনি বলেন, ‘গত শনিবার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী হেলেনা বেগম কন্যাসন্তানের জন্ম দেয়। নরমাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন দিলে একপর্যায়ে নবজাতক সুস্থ হয়। এরপর কর্তব্যরত নার্সের পরামর্শে নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হয়। ডা. সৌরেন্দ্রনাথ চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনে রাখার পরামর্শ দেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সেখানকার কর্তব্যরত নার্সরা আমাদের জানান অক্সিজেন নাই। একপর্যায়ে আমার হাতের ওপর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমি তাঁদের অনেকবার অনুরোধ করে বলেছি, একটু অক্সিজেন ম্যানেজ করে দেন। কিন্তু তাঁরা আমার কোনো কথা শোনেননি। উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
নবজাতকের খালা রোজি বেগম বলেন, ‘নবজাতককে ডা. সৌরেন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সরকারি হাসপাতালে অক্সিজেন দিতে বলেন। আমরা হাসপাতালের জরুরি বিভাগে এলে সেখান থেকে চারতলায় পাঠানো হয়। আর সেখানকার নার্সরা জানান অক্সিজেন নাই। তখনো নবজাতক সুস্থই ছিল, এ সময় মায়ের দুধও পান করে। চোখের সামনেই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন অক্সিজেন লাগায়, ততক্ষণে সে মারা যায়।’
ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট নেই। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা তেমন ভালো ছিল না। কী কারণে বলা হয়েছে হাসপাতালে অক্সিজেন নাই, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। কর্মরতদের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে