তারকারা ছুটছেন হল থেকে হলে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১০: ১৬
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি সিনেমা হলগুলোতে ঈদ উপলক্ষে চলছে ৮টি সিনেমার প্রদর্শনী। এসব সিনেমার প্রচারে নায়ক-নায়িকারা ছুটছেন হল থেকে হলে। নায়ক-নায়িকাদের সেই হল ভ্রমণে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনাও...

সারা বছর দর্শকখরা গেলেও ঈদে সিনেমা হলে থাকে উপচে পড়া ভিড়। হলের সংকটের মধ্যে এবার ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে চলছে নতুন ৮টি সিনেমা। সিনেমাগুলো হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘পাপ’, ‘শত্রু’, ‘কিল হিম’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’। নিকট অতীতে এক ঈদে এত সিনেমা মুক্তির নজির নেই। ২০০৯ সালের পর এবারই সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। স্বাভাবিকভাবেই দু-একটি সিনেমা ছাড়া প্রতিটি সিনেমাই তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। তাই নিজেদের সিনেমার দিকে দর্শক টানতে তারকাদের দৌড়ঝাঁপটাও এবার বেশি। ঈদের দিন থেকেই বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন অনন্ত জলিল, বর্ষা, সজল, ববি, পূজারা। রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে তাঁরা দর্শকদের সঙ্গে মতবিনিময় করছেন।

হলে হলে তারকারা
গতকাল রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দর্শকের সঙ্গে ‘কিল হিম’ সিনেমা উপভোগ করেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরার শাখায় হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এ নায়ক। এ সময় অনন্ত বলেন, ‘আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের বলব কোনো সিনেমা নিয়ে কেউ নেগেটিভ কিছু প্রচার করবেন না। কারণ এতে ইন্ডাস্ট্রির ক্ষতি। সবার সিনেমা ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো থাকবে।’

শবনম বুবলী ও সজলসোমবার দুপুরে কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন ‘পাপ’ সিনেমার কলাকুশলীরা। এ সময় চিত্রনায়িকা ববি বলেন, ‘দীর্ঘদিন পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। তাই দর্শকের সঙ্গে উপভোগ করতে চলে এলাম। সিনেমার জন্য প্রচারণা খুব গুরুত্বপূর্ণ। সিনেমা যতই ভালো হোক, বার্তাটা যদি দর্শকের কাছে পৌঁছানো না যায়, তাহলে সেটি সফল হওয়ার সম্ভাবনা খুব কম।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক আব্দুল আজিজ। এর আগের দিন মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন চিত্রনায়ক রোশান ও জাকিয়া মাহা।  

সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন ‘জ্বীন’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করা আব্দুন নুর সজল ও পূজা চেরি। মিরপুরের সনি স্কয়ার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে দেখা করেন তাঁরা। 

এদিকে গত রোববার রাতের শোর সময় রাজধানীর মধুমিতা হলে হাজির হন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার নায়িকা শবনম বুবলী। তাঁর সঙ্গে ছিলেন পরিচালক তপু খান। এ সময় বুবলীকে দেখে উচ্ছ্বাসে ভেঙে পড়ে উপস্থিত দর্শকেরা। সিনেমাটি কেমন লেগেছে দর্শকদের প্রশ্ন করেন বুবলী। উত্তরে উপস্থিত দর্শকেরা চিৎকার করে ভালো লাগার কথা জানান। বুবলী বলেন, ‘দর্শকের এমন উপস্থিতি আমার জন্য আশীর্বাদ। আমরা কাজ করি দর্শকের জন্য। তাঁদের এমন উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আমাদের কষ্ট সার্থক হয়েছে।’

এ ছাড়া আদম সিনেমার চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, শত্রু সিনেমার নায়িকা জাহারা মিতু ও লোকাল সিনেমার নায়ক আদর আজাদকেও বিভিন্ন হলে ছুটতে দেখা যাচ্ছে।

হলে নেই শাকিব
‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার প্রচারে বুবলীকে দেখা গেলেও এখনো দেখা যায়নি সিনেমার নায়ক শাকিব খানকে। ঈদের আগে শাকিব জানিয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন তিনি।  
 
পূজা চেরি ও রোশানএগিয়ে আছে লিডার ও জ্বীন
গতকাল পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে এখনো এগিয়ে আছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্যদিকে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগিয়ে আছে রেশান, পূজা ও সজল অভিনীত ‘জ্বীন’।

অনাকাঙ্ক্ষিত ঘটনা
ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। রোববার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে অনন্ত জলিলের প্রচারণার সময় কয়েকজন নারী গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সাংবাদিকদের ট্রাইপড ও বুম কেড়ে নেওয়া ও ভেঙে ফেলার অভিযোগও পাওয়া গেছে। একই দিনে মধ্যরাতে অজ্ঞাতনামা পরিচয়ধারী একজন ‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবালকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সোমবার সকালে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত