দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপ খেয়াঘাটটি যানবাহন ও জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে। বিশেষ করে নদীভাঙনের কারণে ঘাটের রাস্তাটি ঢাকি নদীতে বিলীন হওয়ায় এমন দুর্ভোগে পড়েছে ৫ ইউনিয়নের হাজারো মানুষ।
দ্রুত রাস্তাটি মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত দাকোপ খেয়াঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটটির অবস্থা খুবই খারাপ। নদী ভাঙনের কারণে ঘাটে যাওয়ার রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকি নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে। অবশিষ্ট যে অংশ আছে, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ, মোটরসাইকেল ও ভ্যান খেয়ার ট্রলারে উঠছে।
তা ছাড়া সরু রাস্তার ওপর দিয়ে খেয়া ট্রলারে উঠতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, কিশোর, গুরুতর অসুস্থ রোগী, মোটরসাইকেল চালক ও ভ্যান চালকদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।
খেয়া পার হতে আসা দাকোপ সিটিবুনিয়া এলাকার অচিন্ত্য রায় বলেন, ‘সরকার প্রতি বছর এই ঘাট থেকে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তার পরও ঘাটটির উন্নয়নে কারও মাথাব্যথা নেই। প্রতি দিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে নদীপার হয়। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
সুতারখালি এলাকার মাছ ব্যবসায়ী আমিনুল সরদার বলেন, ‘আমি প্রতি দিন মাছ নিয়ে এই ঘাট দিয়ে নদী পার হয়ে চালনা মাছের আড়তে যাই। ঘাটটির অবস্থা অনেক খারাপ হওয়ায় মালামাল নিয়ে পার হতে অনেক সমস্যা হয়।’
উপজেলার কামারখোলা এলাকার মোটরসাইকেল চালক অনিশেষ রায় বলেন, ঘাটের তিন পাড়ের অবস্থাই খারাপ। বিশেষ করে চালনার পড়ের ঘাট দিয়ে মোটরসাইকেল উঠানামা করতে বেশি অসুবিধা হয়। ঘাটটি সংস্কারের জরুরি হয়ে পড়েছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ জানান, ‘ঘাটটির অবস্থা নাজুক। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, খেয়া ঘাটটির অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
খুলনার দাকোপ খেয়াঘাটটি যানবাহন ও জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে। বিশেষ করে নদীভাঙনের কারণে ঘাটের রাস্তাটি ঢাকি নদীতে বিলীন হওয়ায় এমন দুর্ভোগে পড়েছে ৫ ইউনিয়নের হাজারো মানুষ।
দ্রুত রাস্তাটি মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত দাকোপ খেয়াঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটটির অবস্থা খুবই খারাপ। নদী ভাঙনের কারণে ঘাটে যাওয়ার রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকি নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে। অবশিষ্ট যে অংশ আছে, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ, মোটরসাইকেল ও ভ্যান খেয়ার ট্রলারে উঠছে।
তা ছাড়া সরু রাস্তার ওপর দিয়ে খেয়া ট্রলারে উঠতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, কিশোর, গুরুতর অসুস্থ রোগী, মোটরসাইকেল চালক ও ভ্যান চালকদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।
খেয়া পার হতে আসা দাকোপ সিটিবুনিয়া এলাকার অচিন্ত্য রায় বলেন, ‘সরকার প্রতি বছর এই ঘাট থেকে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তার পরও ঘাটটির উন্নয়নে কারও মাথাব্যথা নেই। প্রতি দিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে নদীপার হয়। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
সুতারখালি এলাকার মাছ ব্যবসায়ী আমিনুল সরদার বলেন, ‘আমি প্রতি দিন মাছ নিয়ে এই ঘাট দিয়ে নদী পার হয়ে চালনা মাছের আড়তে যাই। ঘাটটির অবস্থা অনেক খারাপ হওয়ায় মালামাল নিয়ে পার হতে অনেক সমস্যা হয়।’
উপজেলার কামারখোলা এলাকার মোটরসাইকেল চালক অনিশেষ রায় বলেন, ঘাটের তিন পাড়ের অবস্থাই খারাপ। বিশেষ করে চালনার পড়ের ঘাট দিয়ে মোটরসাইকেল উঠানামা করতে বেশি অসুবিধা হয়। ঘাটটি সংস্কারের জরুরি হয়ে পড়েছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ জানান, ‘ঘাটটির অবস্থা নাজুক। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, খেয়া ঘাটটির অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে