আক্তার জাহান সুমি
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে