Ajker Patrika

প্যারাগ্রাফ লেখার সহজ পদ্ধতি

আক্তার জাহান সুমি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬: ০১
প্যারাগ্রাফ লেখার সহজ পদ্ধতি

২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:

Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।

একটি ভালো paragraph-এর তিনটি অংশ:

1. Introduction or topic sentence

2. Middle or supporting ideas

3. Conclusion

নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।

1. Methodological paragraph

2. Situational paragraph

Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।

Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:

1. Model paragraph

2. Question paragraph

3. Hints paragraph

Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।

Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।

Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।

সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।

Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:

  • যে বিষয়ে paragraph লিখবে, সেই বিষয়সংক্রান্ত sentence দিয়ে paragraphটি লেখা শুরু করতে হবে।
  • Topic sentenceটি আকর্ষণীয় হতে হবে।
  • যে বিষয়ের ওপর Paragraph লিখবে তার মূলভাব উপলব্ধি করতে হবে।
  • মূলভাবটি সম্বন্ধে ভালোভাবে চিন্তা করতে হবে।
  • প্রদত্ত বিষয়ের মূলভাবের সঙ্গে সম্পর্ক রেখে sentenceগুলো সাজাতে হবে।
  • Sentenceগুলো অবশ্যই সংগতিপূর্ণ হতে হবে এবং প্রতিটি sentence-এর সঙ্গে আগের sentence-এর ধারাবাহিকতা থাকতে হবে।
  • Paragraph-এর বাক্যগুলো indirect speech বা পরোক্ষ উক্তির মাধ্যমে লিখতে হবে।
  • Paragraph-এ কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করা যাবে না।
  • বাক্যগুলোকে ধারাবাহিকভাবে বিন্যস্ত করতে হবে, বিশেষ করে শুরু এবং শেষের বাক্যকে একে অপরের অনুগামী হতে হবে।
  • Paragraph-এর ধরন অনুযায়ী বাক্য বিন্যাস, শব্দ চয়ন, ক্রিয়ার কাল ইত্যাদি ভালোভাবে বিবেচনা করে লিখতে হবে।
  • প্রশ্নের উত্তর অনুযায়ী paragraph লিখতে বলা হলেও এর সঙ্গে সংগতিপূর্ণ অতিরিক্ত দু-চারটি বাক্য paragraph-এ সংযোজন করা যাবে।
  • একটি paragraph অনধিক ১০-১২টি sentence-এর মধ্যে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়। Paragraphটি অনধিক ১৫০ word-এর মধ্যে শেষ করতে হবে।

আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত