আক্তার জাহান সুমি
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
২০২২ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Paragraph লেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
Paragraph বা অনুচ্ছেদ হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় অবলম্বনে রচিত কতগুলো ধারাবাহিক এবং সুসংবদ্ধ sentence-এর সমষ্টি। Paragraph লেখার আগে বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে হবে। Paragraph-এ একটিমাত্র Para থাকে এবং এর বাক্যগুলোর মধ্যে মূলভাবের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
একটি ভালো paragraph-এর তিনটি অংশ:
1. Introduction or topic sentence
2. Middle or supporting ideas
3. Conclusion
নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের জন্য দুই ধরনের paragraph লেখার নির্দেশনা রয়েছে।
1. Methodological paragraph
2. Situational paragraph
Methodological paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু key words দেওয়া থাকে, সেগুলোর ওপর ভিত্তি করে Paragraph লিখতে হয়।
Situational paragraph আবার তিন ধরনের হতে পারে যেমন:
1. Model paragraph
2. Question paragraph
3. Hints paragraph
Model paragraph: এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে, তার ওপর ভিত্তি করে অনুরূপ একটি paragraph লিখতে হয়।
Question paragraph: এ ক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর দিয়ে paragraphটি সম্পন্ন করতে হয়।
Hints paragraph: এ ধরনের paragraph লেখার জন্য কিছু hints দেওয়া থাকে। hints অনুযায়ী বাক্য গঠন করে paragraphটি সম্পন্ন করতে হয়।
সাধারণত যেকোনো একটি Topic-এর ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে paragraphটি লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারলে Paragraph লেখা হয়ে যাবে, তবে মনে রাখতে হবে Paragraphটিতে প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন অবশ্যই থাকে।
Paragraph লিখতে হলে নিচের বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমন:
আক্তার জাহান সুমি
সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪