বিনোদন প্রতিবেদক, ঢাকা
গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন সুমন আনোয়ার। নাম ‘মির্জা’। নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং। নির্মাতা জানালেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে মির্জা। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।
মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করা সহজ ছিল না বলে জানালেন নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে। সমস্যা হলো, আমাদের এখানে পেশাদারত্বের অভাব আছে। শিল্পের সঙ্গে জড়িত সবাইকে জানতে হবে, শুটিংটা আসলে কী। একটা কাজের সঙ্গে ৭০-৮০ জন মানুষ জড়িত থাকে। তারা যদি নিজেদের কাজটা বুঝতে পারে, তাহলেই ভালো একটি প্রোডাকশন তৈরি সম্ভব। পেশাদারত্ব সৃষ্টি করতে হলে আমাদের ইনস্টিটিউট প্রয়োজন।’
মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ।
গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন সুমন আনোয়ার। নাম ‘মির্জা’। নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং। নির্মাতা জানালেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে মির্জা। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।
মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করা সহজ ছিল না বলে জানালেন নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে। সমস্যা হলো, আমাদের এখানে পেশাদারত্বের অভাব আছে। শিল্পের সঙ্গে জড়িত সবাইকে জানতে হবে, শুটিংটা আসলে কী। একটা কাজের সঙ্গে ৭০-৮০ জন মানুষ জড়িত থাকে। তারা যদি নিজেদের কাজটা বুঝতে পারে, তাহলেই ভালো একটি প্রোডাকশন তৈরি সম্ভব। পেশাদারত্ব সৃষ্টি করতে হলে আমাদের ইনস্টিটিউট প্রয়োজন।’
মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১ দিন আগে