টিকার সাফল্যের প্রচারণায় বিজেপি

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ১৮
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯: ৩৮

ভারতের ১০০ কোটি মানুষকে টিকার আওতায় আনার সাফল্য প্রচারে পুরোদমে মাঠে নেমে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ‘নতুন ভারতের’ কথা উল্লেখ করে দাবি করেছেন, কোনো রকম ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এই নির্বাচন সামনে রেখে টিকাদানের সাফল্যকে অন্যতম হাতিয়ার বানিয়ে প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেছেন, ‘এই টিকাদান কর্মসূচি পুরো পৃথিবীর সামনে নতুন এক ভারতকে তুলে ধরেছে। আমদানিনির্ভর নয়, নিজেরাই টিকা উৎপাদন করে দুনিয়ার ওষুধ কোম্পানির নজর কেড়েছে দেশীয় সংস্থা। ভবিষ্যতে বৈশ্বিক ওষুধশিল্পের হাব হয়ে উঠবে ভারত।’

তবে টিকা নিয়ে মোদির এই প্রচারের পাল্টা সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, করোনা মোকাবিলায় ব্যর্থ বিজেপি। এখন মিথ্যা সাফল্যের প্রচার করছে। সরকারের আরও আগে সক্রিয়তা জরুরি ছিল।

এ ছাড়া টিকাদান কার্যক্রমে বিলম্ব হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত