Ajker Patrika

গান দিয়ে শুরু বুবলীর নতুন দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৩৫
গান দিয়ে শুরু বুবলীর নতুন দুই সিনেমা

রোববারের ঘটনা। শিল্পী সমিতির শপথ হবে। সেই আয়োজনকে ঘিরে সরগরম এফডিসি। লোকে লোকারণ্য। তার মধ্যেই জসিম ফ্লোরের সামনের বাগানে নীরবে চলছিল শুটিং। জানা যায়, সিনেমাটির নাম ‘মায়া’। জসিম উদ্দীন জাকিরের পরিচালনায় এতে অভিনয় করছেন শবনম বুবলী। সন্ধ্যার পর থেকে ‘মায়া’ টিম জায়গা বদলে চলে যায় পরিচালক সমিতির সামনের ফ্লোরে। সেখানে শুরু হয় নাচের দৃশ্যায়ন। ওখানেই পাওয়া গেল বুবলীকে। নাচের দৃশ্য দিয়ে রোববার থেকে ‘মায়া’র শুটিং শুরু করলেন তিনি।

কদিন আগেও এমন আরেকটি ঘটনা ঘটেছে। ‘রিভেঞ্জ’-এর কাজ শেষ করে মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমায় যুক্ত হন বুবলী। ৩ ফেব্রুয়ারি থেকে এফডিসির প্রশাসনিক ভবনের সামনে সেট ফেলে শুরু হয় ‘বিট্রে’র শুটিং। এ সিনেমাও শুরু হয়েছে বুবলীর নাচের দৃশ্য ধারণের মধ্য দিয়ে।

‘মায়া’ ও ‘বিট্রে’র শুরুটা হলো একইভাবে। এ দুই সিনেমায় আরেকটি বিষয় কমন—দুটিতেই বুবলীর নায়ক জিয়াউল রোশান। ‘মায়া’ সিনেমায় বুবলীর সঙ্গে আরও দুজন আছেন—সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন।

বুবলী জানিয়েছেন, ‘প্রবলেম’ নামে একটি গানের দৃশ্য ধারণ চলছে এখন। কোনাল ও জিকুর গাওয়া এ গানে বুবলীর সঙ্গে পারফর্ম করছেন রোশান। গতকালও এফডিসির কালার ল্যাবের সামনে বড় সেট ফেলে একই গানের শুটিং হয়েছে। রোমান্টিক ঘরানার সিনেমা ‘মায়া’ নিয়ে আশাবাদী বুবলী।

নতুন সিনেমায় ব্যস্ত হলেও বুবলী এখনো আছেন ‘টান’-এর ঘোরে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সঙ্গে আছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় বুবলীকে দেখা গেছে একেবারেই সাধারণ এক মেয়ের চরিত্রে। প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়। বুবলীর বড় খবর আরও একটি আছে। এ মাসেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘তালাশ’। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত