Ajker Patrika

সেতুর দাবি পূরণ হয় না

সেতুর দাবি পূরণ হয় না

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসী সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উদ্যোগ নেননি।

জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে এ সাঁকো নির্মাণ করেন।

কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে তারা। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে।’

বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে পুরোনো সেতুর লোহার বিম অ্যাঙ্গেল দিয়ে একটি সেতু বানালে পরিবারগুলো উপকৃত হবে।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত