Ajker Patrika

মোশাররফ করিমকে নিয়ে জয় গোস্বামীর কবিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২: ৩৭
মোশাররফ করিমকে নিয়ে জয় গোস্বামীর কবিতা

জানুয়ারির শুরুতে ঢাকায় বসেছিল দেশ-বিদেশের শিল্প-সাহিত্য নিয়ে উৎসব লিট ফেস্ট। ৬ জানুয়ারি উৎসবের দ্বিতীয় দিনে কবিতা পড়তে আসেন কবি জয় গোস্বামী। প্রিয় কবির মুখে কবিতা শোনার অপেক্ষায় বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে তখন দর্শকের ভিড়। কবিতা নিয়ে আলোচনার এক ফাঁকে বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের তুমুল প্রশংসা করেন জয় গোস্বামী। বলেন, ‘মোশাররফ করিম সাহেব আমার চেয়ে বয়সে অনেক ছোট। তাঁর অভিনয় আমি দেখেছি। পশ্চিমবঙ্গ থেকে এসে আজ এই মঞ্চে ওঠার সুযোগ পেয়ে, এই মঞ্চের মাধ্যমে আমি আমার প্রণাম তাঁর (মোশাররফ করিম) কাছে নিবেদন করে গেলাম।’ তাঁর এই প্রণাম মোশাররফ করিমের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান কবি। বলেন, ‘তাঁর সঙ্গে যদি আপনাদের কারও দেখা হয়, আমার প্রণাম তাঁর কাছে পৌঁছে দেবেন। তাঁকে বলবেন, কলকাতা শহরের এক বৃদ্ধ তাঁকে প্রণাম জানিয়েছেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।’

জয় গোস্বামী কবিতার মানুষ হলেও নাটক-সিনেমার প্রতি তাঁর আগ্রহ অনেক। নিয়মিত নাটক-সিনেমা দেখেন। এভাবেই মোশাররফ করিমের কাজের সঙ্গে তাঁর পরিচয়। জয় গোস্বামী বলেছেন, ‘কলকাতায় সারা দিন আমি বাসায় একা থাকি। আমার মেয়ে আমাকে ল্যাপটপে মোশাররফের নাটক ছেড়ে দিয়ে যায়। আর আমি দেখতে থাকি। কী দারুণ অভিনয়! ঈশ্বর ওকে নায়কোচিত চেহারা দেননি ঠিক, তবে অভিনয়ক্ষমতা দিয়ে সবকিছু পুষিয়ে দিয়েছেন। কী অসাধারণ ওর অভিব্যক্তি!’

জয় গোস্বামী। এরপর মোশাররফ করিমের সঙ্গে ফোনে কথা হয় জয় গোস্বামীর। মোশাররফকে তিনি বলেন, ‘আপনি খুব বড় অভিনেতা। আমার প্রণাম নেবেন।’ সেই রাতে মোশাররফ করিমকে স্বপ্ন দেখেন জয় গোস্বামী। তিনি দেখেন, অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে সুপারহিরোর মতো তাঁকে উদ্ধার করেন মোশাররফ। এরপর সেই সকালে ঢাকায় বসে তাঁকে নিয়ে একটি কবিতা লিখেছেন জয় গোস্বামী।

মোশাররফ করিমের প্রতিক্রিয়া
মোশাররফ করিম নিজেও কবিতা লেখেন। নিয়মিত সাহিত্য পড়েন। তিনি জানান, জয় গোস্বামী তাঁর প্রিয় কবি। এমন একজন মানুষের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পেয়ে আপ্লুত তিনি। মোশাররফ করিম বলেন, ‘উনি এত বড় মাপের একজন মানুষ। তিনি আমার অভিনয় পছন্দ করেন, এটা শুনেই তো ভালো লাগছে। তাঁর সঙ্গে ফোনে কথা হলেও কখনো দেখা হয়নি। তাঁর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি।’

জয় গোস্বামীর কবিতা
একটি স্বপ্নের সূত্রে

(‘করিম নাম তেরো’; ওস্তাদ আমীর খান সাহেবের গাওয়া রাগ মিয়া কি মল্লারের বিলম্বিত বন্দিশের মুখরা)

দরজা খুলেই দেখলাম একদিন
দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম—
তৎক্ষণাৎ মাথার ভিতর আমার
জ্বলে উঠল হাজার পিদ্দিম!
এখন আমি কী করব? কী করি?
বরণ করব তাঁকে কোন উপায়ে?
চৌকাঠের সামনে হাঁটু গেড়ে
মুখ রেখেছি মোশাররফের পায়ে...
তাঁর পায়ে তো জুতো! জুতোর ধুলো
লাগল আমার গাল-চিবুক-ঠোঁটে
লাগুক, আমি জানি তো মোশাররফ
পর্দায় যেই আসেন—সূর্য ওঠে!
আমি প্রত্যহই পুণ্যবান
অভিনয়ের সে-সূর্যঝলকে
এই বৃদ্ধ বয়সের শ্রদ্ধাই
ভরে রাখছি কবিতার স্তবকে...
আমার কাছে অভিনেতাই আজ
সাক্ষাৎ ঈশ্বর—
বাংলাদেশের মাটিতে রেখে দিলাম
মোশাররফের জন্য আমার প্রণাম দিয়ে গড়া
ছোট্ট চালাঘর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত