Ajker Patrika

ছয় মাসেও ক্লাস শুরু হয়নি

মাদারীপুর প্রতিনিধি
ছয় মাসেও ক্লাস শুরু হয়নি

ভর্তির ছয় মাস পার হলেও ক্লাস শুরু হয়নি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)। এর ফলে তিনটি বিভাগে ভর্তি হওয়া ৮৯ জন শিক্ষার্থী তাঁদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন। তবে প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, আগামী জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

অপর দিকে প্রতিষ্ঠানটি পৌনে তিন বছরেও চালু না হওয়ায় দামি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া ভবনটি নিরিবিলি থাকায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

তাই সচেতন মহলের দাবি, কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের কার্যক্রম দ্রুত চালু করা হোক।

জানা গেছে, মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভবনটি ২০১৮ সালের ৩ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকায় নির্মাণকাজ শুরু হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আটতলা ভবনটির নির্মাণকাজ করা হয়। ভবন নির্মাণ শেষ হলে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বোধন করেন।

উদ্বোধনের প্রায় পৌনে তিন বছর হলেও এখনো কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে একদিকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটির আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া বহু টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ।

মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠানটি চালু হলে চার বছর মেয়াদি কোর্সে প্যাথলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপি, স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন শাখায় প্রতিবছর সাড়ে তিন শ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাস চালু হবে। এর জন্য একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিনজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এ বছরের জুনে ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনটি বিভাগে ভর্তি শুরু হয়। ফার্মাসি, রেডিওথেরাপি ও ল্যাবরেটরি বিভাগে মোট ৮৯ জন শিক্ষার্থী ভর্তি হন। তবে এখন পর্যন্ত ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মূল ভবনের ছয়টি গ্লাস এবং একাডেমিক ভবনের একটি গ্লাস ভেঙে গেছে। ভবনের অনেক জায়গায় রং ও প্লাস্টার উঠে গেছে। ভবনের মধ্যে থাকা চেয়ার-টেবিলে ধুলা-ময়লা জমে গেছে।

স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ভবনটি নিরিবিলি থাকায় স্থানীয় মাদকসেবীরা এখানে বসে নির্ভয়ে মাদক সেবন করে থাকে।

আইএইচটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থী তৃষ্ণা, সুমন, জয়া, শিউলি, সংগীতাসহ একাধিক শিক্ষার্থী জানান, ছয় মাস পার হয়েছে, তবুও তাঁদের ক্লাস শুরু হয়নি। তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন।

আইএইচটি প্রতিষ্ঠানের মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বলেন, ‘আগামী জানুয়ারিতে ক্লাস শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের ভর্তিও করানো হয়েছে। তবে একাডেমিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত লোকবল নেই। লোকবলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত