Ajker Patrika

রমজানে দান করলে যে সওয়াব

আমজাদ ইউনুস 
রমজানে দান করলে যে সওয়াব

পবিত্র রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। এ মাস মানুষকে দানশীলতা ও উদারতার শিক্ষা দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয়।

এ মাসে বিভিন্ন সৎ ও উত্তম কাজের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অফুরন্ত সুযোগ পাওয়া যায়। এ মাসে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পায়। রমজান মাসে একটি নফল আমল ফরজের সমতুল্য। সে হিসাবে রমজান মাসে প্রতিটি দান-সদকাতেই ৭০ গুণ নেকি পাওয়া যাবে এবং তা ফরজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। দান-সদকার এমন অসামান্য ফজিলত অন্য মাসে কখনোই পাওয়া যাবে না।

রাসুল (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল দানশীলতা। তিনি এতটাই দানশীল ছিলেন যে কেউ তাঁর কাছে কিছু চাইলে তিনি তাকে ফিরিয়ে দিতেন না। পবিত্র রমজান এলে রাসুল (সা.)-এর দানের মাত্রা আরও বহুগুণ বেড়ে যেত। রাসুল (সা.) মানুষকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন।

সাহাবিগণ রমজান মাসে দুহাত ভরে দান করতেন। ওসমান (রা.) রমজানে প্রতিদিন গরিব-দুঃখী ও অসহায়দের মাসে এক হাজার দিনার বণ্টন করতেন। অন্য সাহাবিগণ দান-সদকার বিষয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করতেন।

আনাস (রা.) বলেন, রাসুলল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম সদকা কী? তিনি বলেন, ‘রমজান মাসের সদকা’। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন। (সুনানে তিরমিজি: ২৩৫১)

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত